অর্ণব আইচ: ফুলে রয়েছে পা, হাঁটতে পারছেন না। বৃহ্স্পতিবার ভারচুয়াল শুনানিতে আদালতে এমনটাই জানালেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুনানি শেষে পার্থকে ৭ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
শুক্রবার ভারচুয়ালি আদালতে পেশ করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সেখানেই তিনি জানান, শারীরিক অসুস্থতার কথা। এদিন পার্থ চট্টোপাধ্যায় আদালতে জানান, তাঁর শরীর দিন দিন খারাপ হচ্ছে। পায়ে প্রচন্ড ব্যথা। ফুলে গিয়েছে পা। হাঁটতে পারছেন না বলেও এদিন জানান তিনি। এর পরই আদালতের কাছে আর্জি জানান জেলে ফিজিওথেরাপি বা কিডিনির চিকিৎসার ব্যবস্থা করার। পার্থ চট্টোপাধ্যায়ের আবেদন শুনে বিচারক বলেন, জেলের নিয়ম অনুযায়ী যতটা সম্ভব ব্যবস্থা নেওয়া হবে। পার্থ এদিন ফের দাবি করেন তিনি প্রভাবশালী নন। আর্জি জানান দ্রুত বিচারের।
এদিকে নিয়োগ দুর্নীতিতে এই প্রথম শান্তিপ্রসাদ সিনহার বিরুদ্ধে রাজনৈতিক লোকেদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগ আনল সিবিআই। এজেন্ট এবং মিডিলম্যানের মধ্যে টাকার লেনদেন হয়েছে বলেও অভিযোগ। শান্তিপ্রসাদ দুর্নীতি করে চাকরি বিক্রি ছাড়াও নিয়োগের জন্য রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ রেখেছিলেন বলেও অভিযোগ। আইন ভেঙ্গে এসএসসির বিভিন্ন নথি অন্য লোকদের পাঠিয়েছিলেন বলেও দাবি সিবিআয়ের দাবি। এসপি সিনহার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, “ওনারা আগে বলতেন এসপি সিনহা প্রভাবশালীদের সঙ্গে যোগাযোগ রাখতেন। এখন বলা হচ্ছে রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.