Advertisement
Advertisement

শহরে ফের সোয়াইন ফ্লু-র থাবা, বেসরকারি হাসপাতালে মহিলার মৃত্যু

বাড়ছে ডেঙ্গুর আতঙ্কও৷

Swine flu leaves 1 dead in Kolkata
Published by: Sayani Sen
  • Posted:August 30, 2018 7:28 pm
  • Updated:August 30, 2018 8:08 pm  

সুব্রত বিশ্বাস:  শহরে সোয়াইন ফ্লু-র থাবা৷ সিএমআরআই-এ মৃত্যু একজনের৷ এইচওয়ানএনওয়ান ভাইরাসে আক্রান্ত হয়েই তিনি মারা গিয়েছেন বলে ডেথ সার্টিফিকেট উল্লেখ করা হয়েছে৷

[গিরিশ পার্কে মেট্রোয় আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা]

মৃতের নাম দেবলা বিশ্বাস৷ বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে৷ বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি৷ কাকদ্বীপেই চিকিৎসা চলছিল দেবলার৷ প্রথমে রক্ত পরীক্ষায় তেমন কিছুই রিপোর্টে পাওয়া যায়নি৷ অথচ জ্বরও কমছিল না৷  বুধবার শারীরিক অবস্থা অবনতি হলে দেবলা বিশ্বাসকে আনা হয় কলকাতায়৷  ভরতি করা হয় সিএমআরআই-এ ৷ ফের রক্ত পরীক্ষা করা হয় তাঁর৷ চিকিৎসকরা জানিয়েছেন, ওই মহিলার রক্তে এইচওয়ানএনওয়ান ভাইরাস পাওয়া গিয়েছিল৷ তড়িঘড়ি  রোগীকে স্থানান্তরিত করা হয় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে৷ বেশ কয়েকঘণ্টা আইসোলেশন ওয়ার্ডে রেখেই চিকিৎসা চলে ৷ কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি৷ বৃহস্পতিবার মারা যান দেবলা বিশ্বাস৷ তাঁর ডেথ সার্টিফিকেটেও এইচওয়ানএনওয়ান ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে৷ রক্তের নমুনা পাঠানো হয়েছে স্বাস্থ্য দপ্তরেও৷

Advertisement

[মেট্রো যাত্রীদের জন্য সুখবর, এবার স্টেশনেই শৌচালয়]

এদিকে, বি আর সিং হাসপাতালে চরম ডেঙ্গুর আতঙ্ক দেখা দিয়েছে। হাসপাতাল চত্বরের আবাসিক ও কর্মীদের দশজন এই রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। দিনকয়েক আগে আক্রান্তদের মধ্যে দু’জনের মৃত্যু ঘটে। মৃত ওই বৃদ্ধা আবাসনেই থাকতেন। হাসপাতালের রেডিওগ্রাফার ববিরও মৃত্যু ঘটে৷ হাসপাতালের মেট্রনও ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই হাসপাতালে ভরতি। হাসপাতালের কর্মী, আবাসিক ও রোগীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর গৌতম দাশগুপ্ত বলেন, মশা নিধনে পুরসভা ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে কাজ করছে। পুরসভার মতো নিয়ে হাসপাতাল রোগ প্রতিরোধের সব ব্যবস্থাই করেছে। দিনকয়েক আগেই রাজ্যে অজানা জ্বরের প্রকোপ দেখা দিয়েছে৷ বেলেঘাটা আইডিতে জ্বরের উপসর্গ নিয়ে  ভরতি হয়েছিলেন অনেকেই৷ দেগঙ্গায় কয়েকদিন আগেই এক রোগিনীর মৃত্যু হয়৷ তাঁর ডেথ সার্টিফিকেটেও উল্লেখ ছিল ডেঙ্গির৷ তাতেই রাজ্যে ডেঙ্গু বা ম্যালেরিয়ায় মতো রোগের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েন রাজ্যবাসী৷ যদিও স্বাস্থ্য দপ্তরের তরফে এ বিষয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলেই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে৷ তারপরেও আবার সোয়াইন ফ্লু-র থাবায় ছড়িয়েছে আতঙ্ক৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement