Advertisement
Advertisement

Breaking News

Swasthya Sathi

গত ৩ বছরে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীতে কত রোগীর চিকিৎসা? তথ্য তলব স্বাস্থ্য কমিশনের

যে বেসরকারি হাসপাতাল সর্বোচ্চ পরিষেবা দিয়েছে তাদের পুরস্কৃত করবে কমিশন।

Swasthya Sathi: Health Commission seeks report from Private hospitals
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 24, 2025 6:46 pm
  • Updated:March 24, 2025 6:58 pm  

ক্ষীরোদ ভট্টাচার্য: গত ৩ বছরে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীতে কত রোগীর চিকিৎসা হয়েছে? এবার তথ্য তলব করল স্বাস্থ্য কমিশন। যারা সর্বোচ্চ পরিষেবা দিয়েছে তাদের পুরস্কৃত করবে কমিশন। জানা যাচ্ছে, সোমবারের বৈঠকে বেসরকারি হাসপাতালগুলোকে সরকারি হেলথ স্কিমের জন্য ১০ শতাংশ শয্যা বরাদ্দ করার নির্দেশও দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথীর হাত ধরে গত কয়েকবছরে বাংলার বহু মানুষ উপকৃত হয়েছেন। বহু অভিযোগও এসেছে। মূলত বেসরকারি হাসপাতালগুলোতে স্বাস্থ্যসাথীতে চিকিৎসা করানো হলে, কতটা খরচ প্রকল্পের আওতায় আসবে, তা নিয়ে সমস্যা দেখা যায় বারবার। এসবের মাঝেই সোমবার রাজ্যের ৪৭ টি বড় বেসরকারি হাসপাতাল-নার্সিংহোম কর্তৃপক্ষ একটি বৈঠকে যোগ দেয়। তাঁদের দাবি ছিল, খরচ বেঁধে দিক কমিশন।

Advertisement

এদিনের বৈঠকে স্বাস্থ্য কমিশনের তরফে জানতে চাওয়া হয়েছে, গত ৩ বছরে বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যসাথীতে কত রোগী পরিষেবা পেয়েছেন। রাজ্য সরকারের অন্য হেলথ স্কিমে কত রোগী চিকিৎসা পেয়েছেন? মোট বেড কত? সেই সময় স্বাস্থ্যসাথী ছাড়া অন্য বেডে কতজন ভর্তি ছিলেন? বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের কাছে এহেন যাবতীয় তথ্য চাইল রাজ্য স্বাস্থ্য কমিশন। পাশাপাশি জানানো হয়েছে, স্বাস্থ্যসাথীতে গত তিন বছরে যে বেসরকারি হাসপাতাল সবথেকে বেশি পরিষেবা দিয়েছে তাঁদের পুরস্কৃত করবে কমিশন। তবে প্রতি বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমে সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ করতেই হবে ১০ শতাংশ বেড, স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছে কমিশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub