সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুভেন্দুর কনভয় দুর্ঘটনা মামলায় রাজ্য়ের রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। জানতে চাওয়া হল, ভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে রাজ্যের তরফে কী কী আয়োজন করা হয়? মামলার পরবর্তী শুনানি বুধবার। ততদিন ‘ইয়ালো বুক’ মেনে কাজ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
গত ৪ মে, রাত ১০টা নাগাদ চণ্ডীপুরের কাছে শুভেন্দুর (Suvendu Adhikari) কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেপ্তার করা হয়। শনিবারই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের নেতৃত্ব। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ‘কনভয়ে’র ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনার জল গড়ায় কলকাতা হাই কোর্টে। আদালতের দ্বারস্থ হন খোদ শুভেন্দুই। সিবিআই তদন্তের দাবিতে সরব তিনি। মামলাকারীর দাবি, যে রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। এদিকে সিআইডি তদন্তে দাবি জানিয়েছে মৃতের পরিবার।
মামলার শুনানিতে রাজ্যের তরফে অভিযোগ করা হয়েছে, শুভেন্দু অধিকারীর কনভয়ের সঙ্গে সমন্বয় রাখা সম্ভব হচ্ছে না রাজ্যের। কারণ যে লিড মোবাইলের মাধ্যমে সমন্বর রাখা হয়, সেই মোবাইল রাখতে চায় না বিরোধী দলনেতার কনভয়। তাই তিনি কখন কোথায় যাচ্ছে, গাড়ির গতি কত থাকবে, রাস্তায় অবস্থা কী, তা জানানো সম্ভব হয় না। এরপর রাজ্যের কাছে রিপোর্ট চায় আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.