গোবিন্দ রায়: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আইনজীবীকে তলব করল লালবাজার। আর কলকাতা পুলিশের সমন পেয়েই কলকাতা হাই কোর্টে (Calcutta HC)মামলা দায়ের করলেন সূর্যনীল দাস নামে ওই আইনজীবী। তাঁর দাবি, কলকাতা পুলিশ (Kolkata Police)তাঁকে নোটিস পাঠিয়েছে। কিন্তু কী কারণে তলব করা হল, তা উল্লেখ নেই ওই নোটিসে। আর তাই তিনি কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন। সূত্রের খবর, শুভেন্দুর আইনজীবীকে এ বিষয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছে উচ্চ আদালত। মঙ্গলবার মামলার শুনানি হতে পারে বিচারপতি কৌশিক চন্দ।
উচ্চ আদালতে আইনজীবী সূর্যনীল দাসের অভিযোগ, সন্দেশখালি নিয়ে শুভেন্দুর হয়ে তিনি হাই কোর্টে মামলা করেছিলেন বলেই পুলিশের কোপে পড়েছেন। তাঁকে আগামী ২১ তারিখ অর্থাৎ বুধবার লালবাজারে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার, মঙ্গলবার হাই কোর্টে এই সংক্রান্ত শুনানিতে সূর্যনীল আদৌ স্বস্তি পান কি না।
প্রসঙ্গত, গত সপ্তাহে সন্দেশখালি যাওয়ার পথে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি প্রতিনিধি দলকে সায়েন্স সিটির কাছে আটকানো হয়। সেই পরিস্থিতিতে আইনজীবী সূর্যনীল দাস প্রশ্ন তুলেছিলেন, ওনাকে আটকানোর জন্য আইনে কি কোনও ধারা আছে? এই ঘটনার পরবর্তী সময়ে লালবাজার থানা থেকে আগামী ২১ ফেব্রুয়ারি আইনজীবী সূর্যনীল দাসকে হাজিরার নোটিস দেওয়া হয়েছে। তবে মঙ্গলবার হাই কোর্টে শুনানি হলে তবেই স্পষ্ট হবে, তাঁকে হাজিরা দিতে হবে কি না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.