Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

‘লক্ষ্মণ শেঠের সঙ্গে সেটিং ছিল ওর’, নন্দীগ্রাম ইস্যুতে বিধানসভায় শুভেন্দুকে নিশানা মুখ্যমন্ত্রীর

এ নিয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Suvendu Adhikari was linked with Laxman Seth, says Mamata Banerjee | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 13, 2023 4:16 pm
  • Updated:February 13, 2023 4:16 pm  

গৌতম ব্রহ্ম: নন্দীগ্রাম আন্দোলনের কৃতিত্ব ভাগ বসাতে চেয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার তাঁর সেই প্রচেষ্টায় জল ঢেলে দিলেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) দাবি, নন্দীগ্রামে লক্ষ্মণ শেঠের সঙ্গে সেটিং করেছিলেন শুভেন্দু। গুলি চলার সময় ৭ দিন ঘর থেকে বেরয়নি ওরা। যদিও এ নিয়ে এখনও বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিন শুরু থেকেই উত্তপ্ত ছিল বিধানসভার অধিবেশন। প্রথমে বক্তব্য় রাখতে উঠে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন বিরোধী দলনেতা। স্পিকার তাঁকে সংযত হওয়ার নির্দেশ দিলে তিনি আসন ছেড়ে বেরিয়ে আসেন। এরপর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস আনা হয়। প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা। এরপর বক্তব্য রাখতে উঠে বিরোধী দলনেতার নাম না করে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘পার্থদা হলে করতেন?’, আদালতে পেশের সময় পুলিশকে প্রশ্ন নওশাদের]

মমতার দাবি, ওঁর বাবাকে মন্ত্রী করার জন্য় দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। রাগে সেখানে যায়নি ছেলে (শুভেন্দু অধিকারী)।” তাঁর আরও সংযোজন, ওঁরা জমিদারি কায়দায় বড় হয়েছে। নন্দীগ্রামে ওরা বাড়ির ভিতরে থাকত।” গুলি চলার ঘটনার পর সাতদিন বিরোধী দলনেতা বাড়ি থেকেও বের হননি বলেও দাবি করেছেন মমতা। এরপরই তাঁর অভিযোগ, “সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের সঙ্গে ওর সেটিং ছিল।”

প্রসঙ্গত, দলবদলের পর থেকেই নন্দীগ্রাম আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকাকে খাটো করে দেখানোর অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আন্দোলনের সম্পূর্ণ কৃতিত্ব তাঁর বলে দাবি করেন বিজেপি বিধায়ক। এদিন সেই দাবি নস্যাৎ করে পালটা সরব হলেন মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: ‘শামি অত্যাচারী, কোহলি-রোহিতরাও ওকে ঘৃণা করে’, কেন একথা বললেন দীনেশ কার্তিক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement