Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

ফের তারিখের রাজনীতি! মহামিছিল থেকে ১২০ কোটির দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দুর

একই মঞ্চে শুভেন্দু-সুকান্ত-দিলীপ।

Suvendu Adhikari warns of unveiling scam of 120 crore | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Paramita Paul
  • Posted:July 19, 2023 3:52 pm
  • Updated:July 19, 2023 4:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের বিরোধিতায় পথে নেমেছে রাজ্য বিজেপি (BJP)। আর সেই মিছিল শুরুর আগে ফের তারিখের রাজনীতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৫ তারিখ রাজ্য়ের বড়সড় দুর্নীতি ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। তাঁর দাবি, আইপ্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দিয়েছে রাজ্য়। তথ্য প্রমাণ-সহ সেই দুর্নীতি ফাঁসের হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন বেলাগাম হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। এমনকী, ভোট লুঠেরও অভিযোগ এনেছে তাঁরা। এসবের প্রতিবাদে বুধবার মহামিছিল করল গেরুয়া শিবির। পুলিশি অনুমতি না থাকা সত্ত্বেও এদিন দুপুর থেকেই কলেক স্ট্রিটে জমায়েত করেন বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। একই মঞ্চে হাজির ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিনের মিছিল থেকে গোষ্ঠীদ্বন্দ্বের তকমা সরাতে মরিয়া ছিলেন তিনজনই। 

Advertisement

[আরও পড়ুন: গুণগত ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন, বিশেষ সম্মান পেল এসপ্ল্যানেড মেট্রো স্টেশন]

মিছিলের আগে সমাবেশ থেকে রাজ্য সরকারকে তুলোধোনা করেন দিলীপ ঘোষ। ভোট চুরি নিয়ে রাজ্য পুলিশকে তোপ দাগেন তিনি। এরপরই বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “অনায্যভাবে আই প্যাককে ১২০ কোটি টাকার টেন্ডার পাইয়ে দেওয়া হয়েছে।” এই দুর্নীতির সঙ্গে রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবল জড়িয় রয়েছে বলে দাবি বিরোধী দলনেতার। আবার কেন্দ্রের বিরোধী জোটকেও কটাক্ষ শানান তিনি। শুভেন্দুর খোঁচা, “নামে ইন্ডিয়া থাকলেই যদি সফল হওয়া যেত তাহলে তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিও এখনও থাকত।” আবার ২১ জুলাই প্রতি ব্লকে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দেন সুকান্ত মজুমদার। 

[আরও পড়ুন: তৃণমূল নেতাদের শাস্তি দেওয়ায় বিচারকের এজলাস বয়কট, কড়া পদক্ষেপের নির্দেশ হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement