সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘কেঁচো খুঁড়তে সাপ’ – এই প্রবাদবাক্য দিয়ে সম্পত্তি ইস্যুতে নাম না করে বুধবার বিরোধী দলনেতাকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। বলেছিলেন, ”কেঁচো খুঁড়তে গেলে কিন্তু সাপ বার হবে। কাদের ৬০-৭০-৮০টা ট্রলার আছে, কত গাড়ি আছে, ক’টা পেট্রল পাম্প আছে, সে সব আমরা জানি। সব কাগজপত্র বার করছি। এত দিন করিনি। কিন্তু এ বার করছি।” তাঁর এহেন হুঁশিয়ারির জবাব দিতে বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় (Social Media) নিজের আয়কর সংক্রান্ত সমস্ত তথ্য-নথি প্রকাশ করে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাতেও অবশ্য রক্ষা নেই। বিরোধী দলনেতার এই আচরণ ‘ভয় ও অপরাধবোধে’র পরিচয় বলে পালটা শ্লেষে তাঁকে বিঁধলেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
বৃহস্পতিবার সকালে বিরোধী দলনেতার X হ্যান্ডলে চোখ রেখে অনেকেই আঁতকে উঠেছেন। সেখানে আয়কর রিটার্ন (IT Return) সংক্রান্ত যাবতীয় নথি পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে তিনি লিখেছেন, ”এই আমার সর্বশেষ আয়কর রিটার্ন। বুধবার আপনি আমাকে নিশানা করেছেন। আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। অবশ্যই আমার নাম না-করে, কারণ আপনার সেই সাহস নেই।’’ এর পর তিনিও পালটা চ্যালেঞ্জের সুরে টুইট করেন, ‘‘আশা করি আপনি আমার চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস পাবেন। ক্যামেরার সামনে কথা বলা সবচেয়ে সহজ। এ বার কাজ করে দেখান।’’
CM @MamataOfficial; here’s my latest Income Tax Return.
Yesterday, you targeted me & levelled baseless allegations against me, of course without naming me, as you didn’t have the guts.
Now here’s my counter. I challenge you to do the following:-
a) Use all your might and the… pic.twitter.com/SUzuS1bpJf
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 2, 2023
শুভেন্দুর এই পোস্টেও অবশ্য পালটা দিয়েছে তৃণমূল। দলের মুখপাত্র কুণাল ঘোষ লিখেছেন, ‘‘বিরোধী দলনেতার এমন এর উন্মত্ত প্রতিক্রিয়ার কারণ হল, ভয় এবং অপরাধবোধ। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কারও নাম করে কোনও অভিযোগ করেননি। কোনও ব্যক্তিকেও চিহ্নিত করেননি। তবুও শ্রী অধিকারী তাঁর আয়কর নথি টুইট করেছেন।’’ তাঁর আরও কটাক্ষ, ”চোর, ডাকাত, ঘুষখোর, দলবদলু, পদলোভী, অর্থলোভী, প্রতারক, অকৃতজ্ঞ, বেইমান, ব্ল্যাকমেলার, গদ্দার, মীরজাফর, রাজনৈতিক বেজন্মা, অসভ্য, দ্বিচারী, মিথ্যাবাদী, পরশ্রীকাতর, সমকামী, নির্লজ্জ, ভীতু, কাপুরুষ, মেরুদন্ডহীন, গ্রেপ্তারি এড়াতে ঘর বদলে ঘেউ ঘেউ।”
চোর, ডাকাত, ঘুষখোর, দলবদলু, পদলোভী, অর্থলোভী, প্রতারক, অকৃতজ্ঞ, বেইমান, ব্ল্যাকমেলার, গদ্দার, মীরজাফর, রাজনৈতিক বেজন্মা, অসভ্য, দ্বিচারী, মিথ্যাবাদী, পরশ্রীকাতর, সমকামী, নির্লজ্জ, ভীতু, কাপুরুষ, মেরুদন্ডহীন, গ্রেপ্তারি এড়াতে ঘর বদলে ঘেউ ঘেউ।
হ্যাঁ,যার কথা ভাবছেন, তাকেই বলছি।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) November 2, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.