Advertisement
Advertisement
Suvendu Adhikari

Suvendu Adhikari: ধরনার পালটা ধরনা! পুজোর পর ‘বঞ্চিত’দের নিয়েই মেগা কর্মসূচি শুভেন্দুর, থাকবেন সাধ্বীও

এক লক্ষ মানুষের জমায়েতের টার্গেট শুভেন্দুরও।

Suvendu Adhikari to organise counter Dharna against TMC
Published by: Subhajit Mandal
  • Posted:October 7, 2023 7:53 pm
  • Updated:October 7, 2023 8:52 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: রাজ্যের গরিব মানুষের বকেয়া টাকা ‘আটকে’ ঘরে-বাইরে চাপের মুখে বিজেপি। জনমত গেরুয়া শিবিরের বিরুদ্ধে যাচ্ছে। পাশাপাশি বাংলার বঞ্চিত গরিব মানুষের দাবি আদায়ে দিল্লির আন্দোলন থেকে কলকাতায় রাজভবনের সামনে তৃণমূলের ধরনা কর্মসূচি আরও চাপ বাড়িয়েছে বঙ্গ বিজেপির উপর। এই পরিস্থিতিতে চাপে পড়েই পালটা ধরনা কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আবাস যোজনায় যারা ঘর-বাড়ি পাননি, তাদের কলকাতায় জমায়েত করে তৃণমূলের পালটা কর্মসূচি নিল বিজেপি। পুজোর পর এই ধরনা কর্মসূচি করবে গেরুয়া শিবির। শনিবার সল্টলেকের বিজেপি দপ্তরে সাংবাদিক বৈঠকের শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলের এই কর্মসূচির কথা ঘোষণা করেন।

Advertisement

[আরও পড়ুন: ‘কামদুনির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করুন’, মুখ্যমন্ত্রীকে চিঠিতে আর্জি অধীরের]

শুভেন্দু বলেন, আবাস যোজনায় বঞ্চিত লক্ষাধিক মানুষকে নিয়ে আসা হবে কলকাতায়। বিরোধী দলনেতার দাবি, রাজ্যের বহু মানুষ কেন্দ্রীয় সুবিধা পাওয়ার ‘যোগ্য’ হলেও পাননি। তাঁদের পরিবর্তে তৃণমূল অযোগ্যদের টাকা পাইয়ে দিয়েছে বলে দাবি তাঁর। শুভেন্দুর অভিযোগ, রাজ্যে লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে। তার মাধ্যমে কেন্দ্রের টাকা নয়ছয় করেছে তৃণমূল (TMC)। সেই সব টাকা যাদের প্রাপ্য ছিল, তাঁদেরও কলকাতায় আনবেন তিনি।

[আরও পড়ুন: গুঁড়িয়ে গিয়েছে চুংথাং, পর্যটকদের ‘স্বপ্নের শহর’এখন যেন ‘মৃত্যুপুরী’!]

তাৎপর্যপূর্ণভাবে এই কর্মসূচি দলের অন্দরে আলোচনা না করেই ঘোষণা করেন বিরোধী দলনেতা। অন্তত সাংবাদিক বৈঠকে তেমনটাই দাবি করেছেন শুভেন্দু। পুজোর পর কবে এই কর্মসূচি হবে তা রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ঠিক করবেন বলে জানান বিরোধী দলনেতা। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতিকেও ওই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানান। মন্ত্রী তাতে সম্মতও হয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement