Advertisement
Advertisement
Suvendu Adhikari

লোডশেডিংয়ের সমস্যা, বিদ্যুৎ বন্টন সংস্থার দপ্তরে ধরনার হুমকি শুভেন্দুর, পালটা দিল তৃণমূল

'উনি লোডশেডিংয়ে জেতা বিধায়ক', পালটা খোঁচা কুণাল ঘোষের।

Suvendu Adhikari threats to sit for protest on loadsheding, TMC's Kunal Ghosh replies | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 2, 2023 6:17 pm
  • Updated:September 2, 2023 9:25 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: লোডশেডিংয়ের সমস্যা নিয়ে এবার রাজ‌্য বিদ্যুৎ বন্টন সংস্থার দপ্তরের সামনে ধরনায় বসার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আর এই হুমকি নিয়ে শুভেন্দুকে পালটা ‘লোডশেডিংয়ে জেতা বিধায়ক’ বলে ফের কটাক্ষ করল তৃণমূল (TMC)। রাজ্যে বিদুৎ ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট। এই দাবি করে লোডশেডিংয়ের (Loadsheding) অভিযোগ তুলে রাজ‌্য সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু।

[আরও পড়ুন: ধোপে টিকল না মা-বাবার আপত্তি, সমকামী যুগলকে একত্রবাসে অনুমতি দিল্লি হাই কোর্টের]

টুইট করে তাঁর অভিযোগ, ‘‘অর্থের অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না সরকার। তাই প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ‌্য হয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলি।’’ এরপরই তিনি দু’দিনের মধ্যে সমস‌্যার সমাধান না হলে সোমবার থেকে ধরনায় বসার হুমকি দিয়েছেন।

Advertisement

এ প্রসঙ্গে শুভেন্দুকে পালটা নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব‌্য, ‘‘লোডশেডিং করেই তো শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে জিতেছিল।’’ কুণাল ঘোষের আরও বক্তব্য, ‘‘রাজ্যে বিদুৎ উদ্বৃত্ত। আগাম সতর্কতা ছাড়া কোথাও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হওয়ার কোনও তথ‌্য নেই। তাছাড়া প্রচুর পরিমাণে বিদ্যুৎ সংযোগ বেড়েছে। বিদ্যুৎ ঘাটতির ঘটনা তো বাম জমানায় হতো। সব কিছুকে লোডশেডিং বলা ঠিক নয়।’’ এদিকে, বিজেপির তরফে অভিযোগ, কলকাতা পুর এলাকারও বিভিন্ন ওয়ার্ডে বিদুৎ সরবরাহ প্রায়শই ব‌্যাহত হচ্ছে। গরমে প্রবল সমস‌্যায় পড়তে হচ্ছে নাগরিকদের।

[আরও পড়ুন: মাত্র ২২ বছর বয়সেই বিরাট দায়িত্ব, সংসারের সঙ্গে পঞ্চায়েত সামলাচ্ছেন রাজশ্রী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement