Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বোমাবর্ষণের চেয়ে বাংলায় বেশি বিস্ফোরণ হয়েছে’, টুইট শুভেন্দুর

'শুভেন্দু মীরজাফরের চেয়ে বেশি বেইমান', পালটা দিলেন কুণাল ঘোষ।

Suvendu Adhikari says WB faced more bomb blasts than Russia-Ukraine war | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:May 22, 2023 9:40 am
  • Updated:May 22, 2023 5:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এগরার পর বজবজে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। রবিবার সন্ধেবেলার ঘটনায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন নাবালিকা-সহ ৩ জন। বজবজের নন্দরামপুর দাসপাড়ার এই ঘটনা নিয়ে সোমবার থেকে যথারীতি রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। রাজ্যের বেআইনি বাজি কারখানাগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদাসীন শাসকদল, এই অভিযোগে সরব বিরোধীরা। তবে এর মধ্যে সবচেয়ে বিস্ফোরক টুইটটি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পশ্চিমবঙ্গে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে তিনি তুলনা করেছেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের! টুইটে তাঁর বক্তব্য, এক বছরের যুদ্ধে ইউক্রেনের মাটিতে রাশিয়া যে পরিমাণ বোমাবর্ষণ করেছে, ওই সময়ে বাংলায় তার চেয়ে বেশি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি এই ঘটনায় তিনি এনআইএ (NIA) তদন্তের দাবি তুলেছেন।

বজবজের দাসপাড়ায় রাতে বাজি কারখানায় বিস্ফোরণের (Blast) পর সোমবার সকাল থেকে স্বাভাবিকভাবেই চাপা উত্তেজনা সেখানে। সকাল থেকেই এলাকায় বিস্ফোরকের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ডায়মন্ড হারবার (Diamond Harbour) পুলিশ। দেখা যাচ্ছে, কার্যত বারুদের স্তূপ সেখানে। মহেশতলা এলাকা থেকে উদ্ধার করা নিষিদ্ধ শব্দবাজির ও বিস্ফোরকের পরিমাণ কমবেশি ২০ হাজার কেজি। এই সবই নিষিদ্ধ বাজি বলে দাবি পুলিশের। এখনও পর্যন্ত ঘটনায় ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

[আরও পড়ুন: যদি কপালে লেখো নাম…, ভালবেসে কপালে স্বামীর নামের ট্যাটু করালেন মহিলা, ভিডিও ভাইরাল]

বিস্ফোরণ নিয়ে বিরোধী দলনেতার টুইটের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি তামিলনাড়ুর বিখ্যাত বাজি প্রস্তুতকারক জেলা শিবকাশীর কথা উল্লেখ করে বলেন, ”সেখানেও তো বিস্ফোরণ হয়। সুতরাং, বাজি কারখানায় বিস্ফোরণ হওয়া দুর্ঘটনা মাত্র। সবসময়ে এর সঙ্গে অন্য কিছু জড়ালে হবে না। বাংলায় বাজি তৈরি একটা কর্মসংস্থান। কিন্তু দেখতে হবে এই যে বিস্ফোরক উদ্ধার হচ্ছে, এগুলো কি হিসেবের বাইরে ছিল? আর ইউক্রেনের চেয়ে যদি বাংলায় বিস্ফোরণ ঘটে, তাহলে শুভেন্দু মীরজাফরের চেয়ে বেশি বেইমান।” 

দেখুন ভিডিও: 

 

[আরও পড়ুন: এগরার পর বজবজ, বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত ৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement