সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিয়ার লটারির (Dear Lottery) আড়ালে রাজ্যে চলছে আর্থিক দুর্নীতি। ওই লটারির মাধ্যমে কালো টাকা সাদা করা হচ্ছে। সাধারণ মানুষের নামে কেনা লটারির আর্থিক পুরস্কার ঢুকছে তৃণমূল নেতাদের ব্যাংক অ্যাকাউন্টে। চাঞ্চল্যকর অভিযোগ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারই পালটা জবাব দিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
চলতি বছরের শুরুর দিকে শোনা যায় ডিয়ার লটারির প্রথম পুরস্কার হিসাবে ১ কোটি টাকা পেয়েছেন অনুব্রত মণ্ডল। সম্প্রতি ডিয়ার সাপ্তাহিক লটারি কেটে কোটিপতি কলকাতার জোড়াসাঁকোর তৃণমূল বিধায়ক বিবেক গুপ্তার স্ত্রী রুচিকা। রীতিমতো বিজ্ঞাপন দিয়ে সে খবর প্রকাশ করেছে লটারি আয়োজক সংস্থা।
এই প্রসঙ্গকে হাতিয়ার করেই রাজ্যের শাসকদলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তিনি। ভিডিও বার্তা টুইট করেন শুভেন্দু। তাঁর দাবি, “এখানে দুটো জিনিস পাওয়া যাচ্ছে। খালি মদ খাও আর ডিয়ার লটারি কেনো। ডিয়ার লটারি আপনি পাবেনই। পুরস্কার পাবেন না। টিকিট কেটে শেষ হয়ে যান। এমন কোনও জায়গা আপনি পাবেন না যেখানে ছোট ছোট টেবিল পেতে লটারির টিকিট বিক্রি হচ্ছে না। এসব টাকা ওখানে যাচ্ছে।” এর আগে গত বছর অমিত শাহকে চিঠি দিয়ে লটারি বন্ধের দাবি জানিয়েছেন বলেও জানান শুভেন্দু।
In fact, last year, I wrote a letter to Hon’ble Union Home Minister Shri @AmitShah Ji, regarding this, even before these news surfaced: pic.twitter.com/P6Uh1UmJtR
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) October 27, 2022
পালটা শুভেন্দুকে জবাব দিয়েছে তৃণমূল। কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “এই লটারি বোর্ড অনুমোদন করে। যারা নিয়ন্ত্রক সেখানে অভিযোগ জানানো যায়। তার মধ্যে কোনটা আইনি, কোনটা নয়, সেটা নির্দিষ্ট জায়গায় বিচার হবে। প্রত্যেক সপ্তাহে যখন পুরস্কার পায়, তখন তো কিছু বলা হয় না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.