সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপির মেগা সভার দিনই বিধানসভায় পালটা কর্মসূচি তৃণমূলের। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় ধরনায় বসেছেন বিধায়করা। রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ধরনার মাঝেই বিধানসভায় হাজির হলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে তুললেন চোর স্লোগান। পালটা শুভেন্দু ও শিশির অধিকারীকে আক্রমণ তৃণমূলের। সব মিলিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা চত্বর। এর পরই শুভেন্দু ও বিজেপিকে অসভ্য বলে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বুধবার বিধানসভার বাইরে কর্মসূচি ছিল তৃণমূলের। পরিকল্পনামাফিক কালো পোশাক পরে ধরনায় বসেন তৃণমূলের বিধায়করা। সেখানেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। বেলা সাড়ে তিনটে থেকে ৫ টা পর্যন্ত সেখানেই ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে পৌনে পাঁচটা নাগাদ বিধানসভায় ঢোকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। ঢুকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে চোর স্লোগান তোলেন শুভেন্দু। এদিকে পালটা ওঠে চোর স্লোগান। শুভেন্দু অধিকারী ও শিশির অধিকারীকে উদ্দেশ করে চোর স্লোগান তোলে তৃণমূল। এর পর বিধানসভায় বিজেপির ধরনায় যোগ দেন শুভেন্দু।
ঘড়ির কাঁটায় পাঁচটা বাজতেই শেষ হয় ধরনা। এর পরই শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “ওদের মিটিং ফ্লপ হয়েছে বলে এখানে এসেছে অসভ্যতা করতে। ওরা শিষ্টাচার মানে না। আমি স্পিকারকে বলব গোটা বিষয়টা। পুলিশের সঙ্গে কথা বলে যা ব্যবস্থা নেওয়ার নেব।” চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, “ওরা ২৪ এও আসবে না, ২৬ এও আসবে না।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.