Advertisement
Advertisement
Suvendu Adhikari

স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনীর নিয়োগকে ‘অবৈধ’ বলছেন শুভেন্দু, ‘ওর গা জ্বলছে’, পালটা কুণালের

স্বরাষ্ট্রসচিবের নিয়োগ নিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি শুভেন্দুর।

Suvendu Adhikari objects appointment of Nandini Chakraborty as WB home secretory | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 2, 2024 7:00 pm
  • Updated:January 2, 2024 7:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে রাজ্যপাল সিভি আনন্দ বোসের প্রাক্তন প্রধান সচিব নন্দিনী চক্রবর্তীর নিয়োগ নিয়ে প্রবল আপত্তি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনীর নিয়োগ অবৈধ। দরকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু।

গত ৩১ ডিসেম্বর বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীকে বসায় নবান্ন। যা রীতিমতো চমকপ্রদ সিদ্ধান্ত। নন্দিনী (Nandini Chakraborty) আগে রাজভবনের সচিব ছিলেন। সেসময় রাজ্য এবং রাজ্যপালের সংঘাত চরমে ওঠে। শেষে রাজ্যপালের কথা শুনে নন্দিনীকে সরাতে বাধ্য হয় রাজ্য সরকার। রবিবার তাঁকেই স্বরাষ্ট্র সচিব করা হয়েছে। সরকারি ঘোষণার পর সোমবার থেকে নবান্নে নিজের দফতরে এসে কাজ শুরু করেছেন নতুন স্বরাষ্ট্রসচিব।

Advertisement

[আরও পড়ুন: বাস্তববোধ ছিল না, চিনের প্রতি রোম্যান্টিকতায় ভুগতেন নেহেরু! খোঁচা জয়শংকরের]

বিরোধী দলনেতার দাবি, স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনী চক্রবর্তীর নিয়োগ বেআইনি। রাজ্য প্রশাসনের ১৩ জন অতিরিক্ত মুখ্যসচিব এবং ৫ জন প্রধান সচিবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র দপ্তর অবৈধ ভাবে স্বরাষ্ট্রসচিব নিয়োগ করেছে। বিষয়টি ইতিমধ্যেই স্বরাষ্ট্রসচিব নিয়োগের প্রক্রিয়াকে অবৈধ দাবি করে, তা কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গাউবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, প্রশাসনিক এবং প্রশিক্ষণ মন্ত্রকের সচিব এস রাধা চৌহানকেও জানিয়েছেন বলে দাবি শুভেন্দুর। আইএএসদের (IAS) সংগঠনকেও একথা জানিয়েছেন বিরোধী দলনেতা। তাঁর ইঙ্গিত, দরকার হলে এই নিয়োগের বিরোধিতা করে আইন-আদালতেরও দ্বারস্থ হতে পারেন তিনি।

[আরও পড়ুন: ২০ ওভারের ফরম্যাটে টিম ইন্ডিয়ার নতুন অধিনায়ক? দৌড়ে কোন তিন তারকা?]

এ নিয়ে শুভেন্দুকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি বলছেন, “শুভেন্দুর গা জ্বলছে। কিছুই সহ্য করতে পারছে না। আসলে শীতকালে অনেকে স্নান করে না। তাই গা চিড়বিড় করে। ঠিকমতো ভেসলিন বা ওই ধরনের সাবান-টাবান মাখলে ঠিক হয়ে যায়।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement