Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

রাজ্যপাল দিল্লি থেকে ফেরার পরই হিংসা নিয়ে নালিশ জানাতে তড়িঘড়ি রাজভবনে শুভেন্দু

ভোট পরবর্তী হিংসা থামাতে রাজ্যপালের হস্তক্ষেপের আবেদন বিরোধী দলনেতা।

Suvendu Adhikari meets Jagdeep Dhankhar and appeals to interven to maintain peace in West Bengal | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 20, 2021 8:40 pm
  • Updated:June 20, 2021 8:49 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: চারদিনের দিল্লি সফর সেরে শনিবারই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল জনগদীপ ধনকড়। আর রবিবার বিকেলেই তাঁর সঙ্গে দেখা করতে রাজভবনে পৌঁছে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এদিন সন্ধেয় উভয়ের সাক্ষাৎ হয়। শুভেন্দু তাঁকে ফের রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশ জানান বলে টুইটে জানিয়েছেন ধনকড় (Jagdeep Dhankhar)। ইতিমধ্যেইএই একই ইস্যুতে বেশ কয়েককবার তাঁর সঙ্গে দেখা করলেন শুভেন্দু। রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক করতে রাজ্যপালকে হস্তক্ষেপের আবেদন তিনি জানিয়েছেন, সূত্রের খবর এমনই।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে জোড়া বৈঠক সেরে দিল্লি থেকে শনিবার ফিরেছেন রাজ্যপাল। এমনিতেই ৪৮ ঘণ্টার ব্যবধানে ধনকড়ের সঙ্গে অমিত শাহর বৈঠক নিয়ে জল্পনা তুঙ্গে। ঠিক কী বিষয়ে কথা হয়েছে উভয়ের, তা নিয়ে নানা আলোচনা চলছে। ধনকড় নিজেই জানিয়েছেন, রাজ্যের ভোট পরবর্তী (Post Poll Violence) পরিস্থিতি নিয়ে তিনি চিন্তিত। সে কথাই প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এরপর তিনি সোমবার আবার এক সপ্তাহের জন্য চলে যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। তাই রবিবার সন্ধেবেলায় তড়িঘড়ি সময় চেয়ে তাঁর সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী। বিষয় একটাই – রাজ্যের ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা পরিস্থিতি। বিরোধী দলনেতা হিসেবে তা নিয়ে এই মুহূর্তে বেশ উদ্বিগ্ন শুভেন্দু। রাজ্য সরকার শান্তিরক্ষায় ব্যর্থ, এই অভিযোগ তুলে তিনি রাজ্যপালকেই এ ব্যাপারে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন।

[আরও পড়ুন: দিল্লি থেকে ফিরেই এক সপ্তাহের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যপাল, জল্পনা তুঙ্গে]

রবিবার রাজ্যপালের সঙ্গে দেখা করে শুভেন্দু অভিযোগ করেন, এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি সবচেয়ে খারাপ। মানবাধিকার লঙ্ঘিত হয়েই চলেছে। বিরোধী দলের কর্মী, সমর্থকদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিয়ে জেলবন্দি করা হচ্ছে। নতুন সরকার নির্বাচিত হওয়ার পর এর চেয়ে খারাপ পরিস্থিতি আগে কখনও হয়নি পশ্চিমবঙ্গে, একথাও মনে করেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে তাই তাঁর আবেদন, এ বিষয়ে সাংবিধানিক প্রধান হিসেবে তিনি যেন হস্তক্ষেপ করেন। জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় উভয়ের মধ্যে বেশ কিছুক্ষণ কথাবার্তা হয়েছে। 

বারবার বিরোধী দলনেতার রাজভবনে ছুটে যাওয়া ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বেশ একটা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল বরাবরই অভিযোগ করে এসেছে, উনি সাংবিধানিক প্রধান নন, বিজেপির মুখপাত্র হিসেবে কাজ চালাচ্ছেন। এদিন শুভেন্দুর তড়িঘড়ি সাক্ষাৎ ফের সেই অভিযোগ উসকে দিল।

[আরও পড়ুন: সদ্য মাতৃহারা আলাপন বন্দ্যোপাধ্যায়কে সান্ত্বনা দিতে তাঁর বাড়িতে সস্ত্রীক রাজ্যপাল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement