Advertisement
Advertisement
Suvendu Adhikari

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে অশালীন আক্রমণ শুভেন্দুর, পালটা তৃণমূলের

চণ্ডীপুরের কর্মীসভায় অশালীন মন্তব্য করেন শুভেন্দু।

Suvendu Adhikari launches personal attack on Abhishek Banerjee, TMC gives reply । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 19, 2022 2:32 pm
  • Updated:September 19, 2022 3:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে কুরুচিকর আক্রমণ শুভেন্দু অধিকারীর। রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের সমালোচনায় সরব তৃণমূল। ‘দায়িত্বজ্ঞানহীন’ মন্তব্যের জন্য শুভেন্দুর জবাব দেওয়া উচিত বলেই মত ঘাসফুল শিবিরের।

গত ১৬ সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে দলীয় কর্মীসভায় যোগ দেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ইস্যুতে কটাক্ষ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ‘মাকাল ফল’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অভিষেকের পিতৃপরিচয় নিয়ে জোরাল আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা।

Advertisement

[আরও পড়ুন: গরু পাচার মামলার তদন্তে সায়গল হোসেনের মা ও স্ত্রীকে তলব ইডি’র, দিল্লিতে হাজিরার নির্দেশ]

শুভেন্দুর বক্তব্য ভাইরাল হয়ে যায় নিমেষে। কুরুচিকর আক্রমণের সমালোচনায় পালটা সুর চড়ায় তৃণমূল। কেন এমন নিম্নরুচির পরিচয় দিলেন শুভেন্দু, সেই প্রশ্ন তোলেন শশী পাঁজা ও কুণাল ঘোষেরা (Kunal Ghosh)। জাতীয় মুখপাত্র তথা মন্ত্রী শশী পাঁজা রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, “বাংলার এটা সংস্কৃতি নয়।আমার মত অনেকের সঙ্গে মিলতে না পারে। কিন্তু এত তলানিতে রাজনীতিকে নামাবেন না। আমরা রাজনীতি করি। আমরা এইভাবে কোনও ব্যক্তিকে অপমান করলে নিজেকেও অপমান করাও হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তোলা দেবীকে অপমান। কীভাবে একটা মানুষের বিকৃত মানসিকতা হতে পারে, তা ভাবতে পারছি না। আমরা ধিক্কার জানাই।”

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও রাজ্যের বিরোধী দলনেতার মন্তব্যের সমালোচনা করেন। তাঁর কথায়, “এটা বিজেপির সংস্কৃতি। অভিষেকের দোষ কী? ডাক্তারের ছেলে ডাক্তার, উকিলের ছেলে উকিল হলে কিংবা শিক্ষিকার মেয়ে শিক্ষিকা হলে সেটা দোষের? অধিকারী পরিবার থেকে এসে কেন এত হিংসা? অভিষেক তো বয়সে এত ছোট। তাতেই অভিষেককে নিয়ে পা কাঁপছে? ১৫ বছর পর দেখলে কী করবে?” রাজনীতিতে আক্রমণ, প্রতি আক্রমণ থাকবেই। তবে তরুণ নেতার পিতৃপরিচয় নিয়ে এই ধরনের নিম্নরুচির মন্তব্য অনুচিত সমর্থনযোগ্য নয় বলেই মত বিভিন্ন মহলের।

দেখুন ভিডিও:

[আরও পড়ুন: বিধানসভায় শুরুতেই হট্টগোল, তৃণমূলের মানিক ভট্টাচার্যকে ‘চোর’ বলে কটাক্ষ মিহির গোস্বামীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement