স্টাফ রিপোর্টার: শুভেন্দু অধিকারী যদি বিরোধী দলনেতা হিসাবে পাঁচটি জায়গায় গিয়ে পাঁচবার গণ্ডগোল করেন তাহলে তার দায় কার? রাজ্য কী কোন পদক্ষেপ করবে না? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এফআইআর মামলায় সেই প্রশ্নই তুলল রাজ্য।
একই সঙ্গে, বুধবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই সংক্রান্ত মামলায় রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আগে শৃঙ্খলাপরায়ণ ছিলেন। দলবদলের পর এখন তা নন। তার প্রেক্ষিতে রাজ্যের প্রশ্ন, আমি বিরোধী শিবিরে চলে গেছি মানেই আমার বিরুদ্ধে কোন পদক্ষেপ করা হবে না, আর পদক্ষেপ করলেই তখন উদ্দেশ্যপ্রণোদিত এই যুক্তি গ্রহণযোগ্য নয়।
যদিও এফআইআরয়ের পরিসংখ্যান তুলে ধরে রাজ্যের উদ্দেশে বিচারপতি জানতে চান, “দলবদলের আগে মাত্র ১টি অপরাধের অভিযোগ, আর দলবদলের পরেই অল্প সময়ের মধ্যে ২৭টি অভিযোগ। এটা হতে পারে? আপনাদের এই পরিসংখ্যান কি আপনাদের বিপক্ষে যাবে না?” আদালতের আরও প্রশ্ন, “তিনি যখন আপনাদের সঙ্গে ছিলেন তখন কি কোনও অপরাধ করেননি? দলবদলের পরেই এতগুলি অপরাধ?”
উত্তরে রাজ্যের দাবি,”হতে পারে সেই সময় তিনি শৃঙ্খলাপরায়ণ ছিলেন। এখন তা নন।” রাজ্যের কৌঁসুলির যুক্তি, “আজকে অপরাধ করছেন না, মানে কাল করবেন না তার তো কোন মানে নেই।” ১৩ সেপ্টেম্বর পরবর্তী শুনানি। সেদিন সাওয়াল করবেন শুভেন্দু অধিকারীর আইনজীবী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.