Advertisement
Advertisement
Suvendu Adhikari

টাকা জমা দিয়েছে? তৃণমূলের নবজোয়ারে পুলিশ মোতায়েন নিয়ে মামলা শুভেন্দুর

নবজোয়ার কর্মসূচিকে ভয় পেয়েই আদালতে শুভেন্দু, বলছে তৃণমূল।

Suvendu Adhikari files case on police posting at Trinamoole Nabajoyar without permission | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:May 26, 2023 1:52 pm
  • Updated:May 26, 2023 6:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূলের নবজোয়ার কর্মসূচির গণভোটে ইচ্ছামতো পুলিশের ব্যববার করার অভিযোগ। হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ, এ নিয়ে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি লিখেও কোনও জবাব পাননি তিনি।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তৃণমূলের নবজোয়ার কর্মসূচি নিয়ে জেলায় জেলায় ঘুরছেন। তাঁর এই কর্মসূচির মধ্যেই রয়েছে গণভোট। কোন এলাকায় কাকে তৃণমূলের প্রার্থী হিসাবে কাকে দেখতে চান, সেটা জানাতে সাধারণ মানুষের জন্য গণভোটের আয়োজন করেছে তৃণমূল। শুভেন্দুর অভিযোগ, তৃণমূলের (TMC) সেই গণভোটে বেআইনিভাবে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। সেটা নিয়েই মামলা দায়ের করছেন বিরোধী দলনেতা।

Advertisement

[আরও পড়ুন: ‘কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর পরিস্থিতি বাংলায়!’ মুক্তি পেল ‘দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল’ ছবির ট্রেলার]

যদিও সরাসরি তৃণমূলের নাম নেননি শুভেন্দু (Suvendu Adhikari)। তিনি বলেন, “একটি আঞ্চলিক দল বিভিন্ন জায়গায় একটি ভোটের আয়োজন করছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে কে প্রার্থী হবেন, সেই মতামত নেওয়া হচ্ছে সাধারণ মানুষের থেকে। সেই ভোটে ব্যপক পুলিশ মোতায়েন করা হচ্ছে।” শুভেন্দুর প্রশ্ন, “পুলিশ মোতায়েনের জন্য কি নিয়ম অনুযায়ী সরকারি খাতায় টাকা জমা করেছে ওই আঞ্চলিক দল?” এই মর্মে ডিজিপি-কে চিঠিও লেখেন বিরোধী দলনেতা। কিন্তু কোনও উত্তর তিনি পাননি বলেই জানানো হয়েছে মামলার নথিতে। বিরোধী দলনেতার দাবি, উত্তর না পেয়েই তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছে।

[আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করছেন স্বামী, খবর পেয়ে আবেগঘন পোস্ট আশিস বিদ্যার্থীর প্রথম স্ত্রীর!]

এর আগে বৃহস্পতিবারই বিনা অনুমতিতে জাতীয় সড়কে মিছিল করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন শুভেন্দু। ওই একই অভিযোগে আবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করিকে চিঠিও লেখেন তিনি। তৃণমূল নেতা শান্তনু সেন অবশ্য বলছেন, শুভেন্দুর মামলা করার বাতিক দেখেই বোঝা যাচ্ছে অভিষেকের নবজোয়ার কর্মসূচির সাফল্যে ভয় পাচ্ছেন তিনি।

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement