Advertisement
Advertisement

Breaking News

Suvendu Adhikari

‘আরে ও নন্দলাল…’, মূল্যবৃদ্ধি নিয়ে মমতার সুরেই তাঁকে বিঁধলেন শুভেন্দু, পালটা তৃণমূলের

রাজ্য সরকার ইতিমধ্যেই সুফল বাংলার স্টলে নিয়ন্ত্রিত দামে সবজি বিক্রি শুরু করেছে।

Suvendu Adhikari attacks state government over price rise | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 2, 2023 10:48 am
  • Updated:July 2, 2023 10:48 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সবজির দামে হাতে ছ্যাঁকা লাগছে মধ্যবিত্তর। ১০ দিন আগেও যে সবজি ৩০ টাকা কেজি বিকিয়েছে সপ্তাহ শেষে সেই সবজির দাম ১০০ ছুঁইছুঁই। নাভিশ্বাস উঠেছে আমজনতার। সবজির এই মূল্যবৃদ্ধি নিয়েই রাজ্যের প্রতি খড়গহস্ত হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই তাঁকে পালটা বিঁধলেন বিরোধী দলনেতা।

কিছুদিন আগে কলকাতায় কেন্দ্র বিরোধী ধরনার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সুর কেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) কটাক্ষ করেছিলেন। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘ওহে নন্দলাল, ১২০০ টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল।’ মুখ্যমন্ত্রীর সেই স্লোগান বেশ জনপ্রিয় হয়। এবার বিরোধী দলনেতা মমতার সেই স্লোগান ধার করেই মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন।

Advertisement

[আরও পড়ুন: জোট নিয়ে সিপিএমের অবস্থান কী? সভায় মীনাক্ষীকে প্রশ্ন করতেই মার বাম কর্মীদের]

বিরোধী দলনেতা টুইটে বললেন, “আরে ও নন্দলাল, গরীব মানুষের পাতে কি জুটবে শুধু নুনের সাথে মোদিজির দেওয়া বিনা পয়সার চাল?’ শুভেন্দুর অভিযোগ,”এক মাস পূর্বের বাজার দরের সঙ্গে বর্তমান বাজার দরের তফাৎ করলে বোঝা যাবে যে, হাটবাজারে আগুন লেগেছে। চড়া দামের ছ্যাঁকায় বাঙালি নাজেহাল। আনাজের দাম নিম্নবিত্ত, মধ্যবিত্ত এমনকি উচ্চ মধ্যবিত্ত পরিবারের ও নাগালের বাইরে। এমনকী এ কথা বললে মোটেও বাড়াবাড়ি হবে না যে সবজির দাম এই মুহূর্তে সর্বকালের রেকর্ড ভেঙ্গে দিয়েছে।” বিরোধী দলনেতা বলছেন, “প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা না নেওয়ার ফলেই আনাজের দাম মাত্রা ছড়িয়েছে। দাম নিয়ন্ত্রণ করার জন্য মুখ্যমন্ত্রী অনেক ঢাক-ঢোল পিটিয়ে ‘টাস্ক ফোর্স’ গঠন করেছিলেন। যার উদ্দেশ্য ছিল হঠাৎ করে বাজার হাটে শাক-সবজির দাম বেড়ে গেলে তা নিয়ন্ত্রণ করা। কিন্তু আদতে এর প্রতিফলন কখনওই দেখা যায় না।”

[আরও পড়ুন: পঞ্চায়েতে রামধনু জোট হচ্ছে! তৃণমূলের অভিযোগ কার্যত মেনে নিলেন সুকান্ত]ray

ঘটনা হল, সবজির দাম যে বাড়ছে সেটা রাজ্য সরকারও অনুধাবন করতে পেরেছে। সেই মতো পদক্ষেপও করা হয়েছে। সুফল বাংলার স্টলগুলিতে নিয়ন্ত্রিত মূল্যে প্রায় সব ধরনের সবজি পাওয়া গিয়েছে। বিরোধী দলনেতাকে সেকথাই মনে করিয়ে দিচ্ছে তৃণমূল। যদিও শুভেন্দুর দাবি, সুফল বাংলায় দাম কমানোর সুফল ৫ শতাংশ মানুষও পায় না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement