সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কটাক্ষ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাঙ্গা মন্তব্যকে হাতিয়ার করে শুভেন্দু বলে দিলেন, রাজ্যের সবচেয়ে বড় দাঙ্গাকারী খোদ মুখ্যমন্ত্রী। কাউকে যদি উলটো করে ঝোলাতে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝোলানো উচিত। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির অভিযোগ করেছেন শুভেন্দু।
একদিন আগেই বিহারে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে দাঙ্গাকারীদের উলটো করে ঝোলানো হবে। দিঘার সভা থেকে অমিত শাহর সেই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন মমতা। তৃণমূল নেত্রী এদিন বলেছেন, বিজেপি নিজেরাই দাঙ্গা করছে। যদি ঝোলাতে হয়, নিজেদের লোককে ঝোলান। শুভেন্দু মুখ্যমন্ত্রীর সেই কটাক্ষের জবাব দিতে গিয়ে মমতাকেই সবচেয়ে বড় দাঙ্গাকারী বলে দেগে দিয়েছেন। তাঁর বক্তব্য, ‘উলটো করে মমতাকেই ঝোলানো উচিত।’
দিঘার সভা থেকে নন্দীগ্রামে (Nandigram) শুভেন্দুর জয় নিয়েও প্রশ্ন তুলেছিলেন মমতা। তার পালটা দিতে গিয়েই সরাসরিই মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বসলেন বিরোধী দলনেতা। শুভেন্দুর চ্যালেঞ্জ, “বারবার বলছেন পুরুলিয়ার চাকরি, মেদিনীপুরের চাকরি, প্রমাণ করুন না। আমার বিরুদ্ধে যা অভিযোগ আছে প্রমাণ করুন। আমার কাছে যা যা আছে, সেগুলো বের করলে আপনার মুখোশ আর থাকবে না।”
এরপরই মমতার উদ্দেশে একপ্রকার হুঁশিয়ারির সুরে শুভেন্দু বলেন, “আমি প্রমাণ করে দেব, আপনার ভাইয়ের বাড়ির লোককে কীভাবে অর্থনৈতিক কোটায় ডাক্তারি পাশ করিয়ে চাকরি দিয়েছেন। কার্ত্তিক বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে অর্থনৈতিক কোটায় ডাক্তারি পড়িয়েছেন। একটা ভাইঝি গিয়েছে SSC গ্রুপ সি-তে। বাকি যা মালপত্র আমার কাছে আছে, আমি বের করতে শুরু করলে মুখ্যমন্ত্রীর মুখোশের আর কিছু থাকবে না।”
মুখ্যমন্ত্রীর পরিবার নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে পালটা আক্রমণ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করে কুণালের বক্তব্য, ইডি-সিবিআই থাকতে মুখে যা আসছে তাই বলছে। শুভেন্দু অধিকারী বাংলার একমাত্র নেতা, যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত। একটা নির্লজ্জ, বেহায়া, প্রতিষ্ঠিত চোর। ওকে অবিলম্পে গ্রেপ্তার করা উচিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.