Advertisement
Advertisement
Suvendu Adhikari

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যভবনে শুভেন্দু, উঠল স্লোগান, পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা

স্বাস্থ্যভবনের বাইরে স্লোগান দিতে থাকেন বিজেপি বিধায়করা।

Suvendu Adhikari at Swasthya Bhavan, attacks state govt on dengue menace | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 26, 2023 11:58 am
  • Updated:September 26, 2023 1:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  রাজ্যের ডেঙ্গু (Dengue) পরিস্থিতি নিয়ে এবার সোজা স্বাস্থ্যভবন অভিযানে  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সঙ্গে গেলেন বিজেপির বেশ কয়েকজন বিধায়কও। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ তিনি ও বিজেপি বিধায়করা (BJP MLA) স্বাস্থ্যভবনে ঢোকার চেষ্টা করেন। ডেঙ্গু নিয়ে স্মারকলিপি জমা দিতে যান তাঁরা। কিন্তু স্বাস্থ্যভবনের গেটে তাঁদের আটকে দেয় পুলিশ। তাতে প্রতিবাদ করলে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শুভেন্দু বাকবিতণ্ডা শুরু হয়। তিনি বলেন, ”আপনারা বিধায়কদের এভাবে আটকাতে পারেন না।” এরপর স্লোগান ওঠে – ‘ডেঙ্গুর সরকার/ আর নেই দরকার।’ এনিয়ে স্বাস্থ্যভবনের পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলনেতার অভিযোগ, বিজেপিকে ভয় পেয়েই স্বাস্থ্যভবনে প্রবেশ থেকে আটকানো হয়েছে। 

ডেঙ্গু নিয়ে সম্প্রতি উদ্বেগ বেড়েছে। রাজ্য সরকারের তরফে ১৫ দফা নির্দেশিকা দেওয়া হয়েছে।  একাধিক নিয়মবিধি মানার নির্দেশ দিয়েছে নবান্ন। তবে বিরোধীদের অভিযোগ, ডেঙ্গু রোধে রাজ্য সরকার উদাসীন। তাই বাড়ছে আক্রান্ত, মৃত্যু। রাজ্য সরকার ‘ডেঙ্গুর সরকার’ হয়ে গিয়েছে। সেসব তথ্য নিয়ে স্বাস্থ্যভবনে একটি  স্মারকলিপি দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও বিজেপির ২২ জন বিধায়াক। কিন্তু তাঁদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: ‘বেঘর’ কেন দিলীপ? ক্ষোভ সংঘ পরিবারেও]

স্বাস্থ্যভবনের গেটে বাধা পেয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়ান শুভেন্দু। বিধায়করা স্লোগান তুলতে থাকেন। শুভেন্দু বলেন, ”করোনার থেকেও খারাপ হয়েছে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি। টেস্ট কিট নেই, ১০০-র বেশি মারা গিয়েছে। কেন্দ্রকে রিপোর্ট দেয়নি রাজ্য। রাজ্য সরকারের এসব দিকে কোনও খেয়াল নেই। কত মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, সেই তথ্য প্রকাশ করছে না। আমরা এখানে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম। ৫ মিনিটের কাজ। সচিবের সঙ্গে দেখাও করতাম না। স্মারকলিপিতে সই করিয়ে রিসিভড কপি নিয়ে যেতাম। কিন্তু তাও আমাদের আটকানো হচ্ছে। আসলে বিজেপিকে ভয় পেয়েছে। তাই বিজেপিকে স্বাস্থ্যভবনেও ঢুকতে দিচ্ছে না।” এরপর গাড়িতে ওঠার সময় বিরোধী দলনেতাকে পুলিশের উদ্দেশে বলতে শোনা গেল, ”হিসেব নেব।”

দেখুন ভিডিও: 

[আরও পড়ুন: পুজোর আগে অভিনব জালিয়াতি কলকাতায়! ব্যাঙ্কের ভিতরই টাকা খোয়ালেন যুবক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement