Advertisement
Advertisement

Breaking News

College student

ফের ছাত্রীর রহস্যমৃত্যু, আনন্দপুরে বেসরকারি কলেজের হস্টেল থেকে উদ্ধার দেহ

হস্টেলে একাই ছিলেন ওই কলেজছাত্রী।

Suspicious death of a college student in Kolkata । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Sayani Sen
  • Posted:November 15, 2023 12:06 pm
  • Updated:November 15, 2023 12:29 pm  

নিরুফা খাতুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু ঘিরে তোলপাড় হয়েছিল কলকাতা-সহ প্রায় গোটা রাজ্য। সেই রেশ কাটতে না কাটতে ফের অঘটন। আনন্দপুরে ছাত্রীর রহস্যমৃত্যু। বেসরকারি কলেজের হস্টেল থেকে উদ্ধার দেহ।

নিহত সাবানা, বোকারোর বাসিন্দা। হেরিটেজ কলেজে বিএ অনার্সের ছাত্রী ছিলেন তিনি। কলেজের হস্টেলে থাকতেন ওই তরুণী। সহপাঠী ছুটিতে থাকায় ওই ছাত্রী একাই ছিলেন হস্টেলে। বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ হস্টেল থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়। আনন্দপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আত্মঘাতী হয়েছেন তরুণী।

Advertisement

[আরও পড়ুন: দলে ‘তরুণ তুর্কি’র বড়ই অভাব! ‘ডিজিটাল সৈনিকে’র খোঁজে বঙ্গ সিপিএম]

কী কারণে আত্মহত্যা করলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। তরুণীর মৃত্যুর কারণ খুঁজতে তাঁর মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে তরুণীর কললিস্ট, মেসেজ খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর মৃত্যুর খবর তাঁর পরিজনদেরও জানানো হয়েছে। মৃত্যুর কারণ জানতে তরুণীর পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ। 

[আরও পড়ুন: প্রয়াত সাহারা গ্রুপের কর্ণধার সুব্রত রায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement