Advertisement
Advertisement

আমডাঙার জমায়েতে পালটা প্রতিরোধের ডাক সূর্যকান্তের

বুথভিত্তিক সংগঠনকে মজবুত করার নির্দেশ সিপিএম সম্পাদকের৷

  Surya Kanta Mishra in Amm Danga Metting
Published by: Tanujit Das
  • Posted:December 18, 2018 9:31 pm
  • Updated:December 18, 2018 9:31 pm  

ক্ষিরোদ ভট্টাচার্য: পালটা প্রতিরোধ গড়ে বুথ ভিত্তিক সংগঠন মজবুত হলেই বড় মাপের ব্রিগেড সমাবেশ করা যাবে। ভোটেও কাঙ্খিত ফল মিলবে। আমডাঙার সমাবেশে এমনটাই জানালেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রাজ্যের শাসকদল ও বিজেপির সমালোচনা করার পাশাপাশি এদিন সংগঠনকে আরও মজবুত করার কথাও বলেন তিনি।

[আশ্রয় চাইলে বাংলা দেবে, অভিবাসী দিবসে ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Advertisement

সিপিএমের অভিযোগ, উত্তর ২৪ পরগনার আমডাঙায় আটটি পঞ্চায়েত সমিতি সিপিএম দখল করলেও বোর্ড গঠন করতে পারছে না তারা। শাসকদল ও প্রশাসন বোর্ড গঠন করতে দিচ্ছে না। এই অভিযোগে মঙ্গলবার আমডাঙার সিপিএম ও বাম কর্মীরা শিয়ালদহে জমায়েত হন। সেখান থেকে মিছিল করে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত হাঁটেন তাঁরা৷ সেখানেই বক্তব্য রাখেন সূর্যকান্ত মিশ্র৷ তিনি বলেন, “সব দলই ব্রিগেডে সমাবেশ করবে। বামফ্রন্টের উদ্যোগেও জমায়েত হবে। তবে বাকি দলগুলির থেকেও বড় জমায়েত করতে গেলে চাই মজবুত বুথভিত্তিক সংগঠন। এই সংগঠনই পারে লোকসভা ভোটে জয় আনতে।” সিপিএম রাজ্য সম্পাদকের কথায়, “পালটা প্রতিরোধ গড়তে হবে। ব্রিগেড সমাবেশের জন্য এখন থেকেই বিভিন্ন কর্মসূচি নিতে হবে। বুথভিত্তিক প্রচার চালাতে হবে। তবেই ব্রিগেড সমাবেশ সফল হবে।”

[মিলল না রথযাত্রার সমাধানসূত্র, রাজ্য-বিজেপি বৈঠকের ভিডিও ফুটেজ চাইল আদালত]

সূর্যকান্ত মিশ্রর মতোই এদিনের সমাবেশ হাজির প্রায় সব বক্তাই প্রতিরোধের কথা বলেন। বাম রাজনৈতিক মহলের বক্তব্য, পরপর মিছিল-সমাবেশে কর্মী-সমর্থকদের ভিড় হওয়ায় উৎসাহিত সিপিএম৷ তাই লোকসভা ভোটের দিন যত এগিয়ে আসছে ততই বুথভিত্তিক সংগঠন ও প্রতিরোধের কথা বলছেন আলিমুদ্দিনের নেতারা। এদিনের সমাবেশের পর বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে এক প্রতিনিধিদল রাজভবনে যায়। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে স্মারকলিপি দেয় তারা। এছাড়া রাজ্য মানবাধিকার কমিশনেও স্মারকলিপি দেওয়ার পরিকল্পনা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা বামফ্রন্টের। সিপিএম রাজ্য সম্পাদক ছাড়াও এদিন বক্তব্য রাখেন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, পলাশ দাস-সহ অন্যরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement