Advertisement
Advertisement

Breaking News

Sukhendu Sekhar Roy

রাজ্যসভার মনোনয়নের দিনই প্রয়াত সুখেন্দুশেখর রায়ের স্ত্রী মহাশ্বেতা রায়

শোকপ্রকাশ তৃণমূলের শীর্ষ নেতৃত্বের।

Sukhendu Sekhar Roy's wife passes away | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 12, 2023 8:24 pm
  • Updated:July 12, 2023 8:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) স্ত্রী মহাশ্বেতা রায়। দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন তিনি। ভরতি ছিলেন কলকাতারই একটি হাসপাতালে। বুধবারে সেখানেই তিনি প্রয়াত হন তিনি।

Advertisement

এদিন রাজ‌্যসভায় তৃণমূলের বর্ষীয়ান প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়ার সময়েই খবর পান স্ত্রীর শারীরিক অবস্থার অবনতির কথা। মনোনয়ন-পর্ব দ্রুত মিটিয়ে বেরোতেই স্ত্রী প্রয়াত হয়েছে বলে জানতে পারেন সুখেন্দু শেখর । কন‌্যা, জামাই ও নাতনি রয়েছে তাঁদের।

[আরও পড়ুন: টিপ পরে যাওয়ায় শিক্ষিকার চড়! ‘অপমানে’ আত্মঘাতী নামী ইংরাজি মাধ্যম স্কুলের ছাত্রী]

ঘটনায় শোক জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে দলের শীর্ষ স্তরের সমস্ত নেতৃত্ব। স্ত্রীকে হারিয়ে সুখেন্দুবাবু বলেন, “আমার পাশে সবসময় থাকার একজন ভাল মানুষকে হারালাম। শুধু স্ত্রী নয়, আমার এক ভাল বন্ধুকে হারালাম।” রাতে কেওড়াতলা মহাশশ্মানে শেষকৃত্য হওয়ার কথা তাঁর স্ত্রীর।

[আরও পড়ুন: ফের শ্রদ্ধাকাণ্ডের ছায়া দিল্লিতে! ফ্লাইওভারের পাশে ছড়িয়ে ছিটিয়ে মহিলার খণ্ড খণ্ড দেহাংশ]

উল্লেখ্য, এদিন বিধানসভায় সুখেন্দুশেখর ছাড়াও তৃণমূলের বাকি পাঁচ প্রার্থী মনোনয়ন দিয়েছেন। দোলা সেন এবং ডেরেক ও ব্রায়েনদের মতো পোড় খাওয়া সাংসদদের সঙ্গে ছিলেন নবাগত প্রার্থী প্রকাশ চিক বড়াইক, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলে। পস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস-সহ তৃণমূল কংগ্রেসের আরও বেশ কয়েকজন বিশিষ্ট নেতাও। বিজেপির প্রার্থী অনন্ত মহারাজও এদিন মনোনয়ন জমা দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement