Advertisement
Advertisement
BJP

দলে ভাঙন রুখতে পালটা দল ভাঙার কৌশল! সুকান্তর মন্তব্যে ক্ষোভ পদ্ম শিবিরেই

সুকান্ত মজুমদারের মন্তব্যে পালটা কটাক্ষ তৃণমূলের।

Sukanta Majumder's statement sparks dissent inside the party division of BJP | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:January 12, 2023 12:02 pm
  • Updated:January 12, 2023 12:02 pm  

স্টাফ রিপোর্টার: দলের একাধিক বিধায়ক তৃণমূলে (TMC) চলে যেতে পারে, এই আশঙ্কায় ভুগছে গোটা গেরুয়া শিবির। আর সেটা বুঝেই পাল্টা ভাঙনের কৌশল ঘোষণা করল বঙ্গ বিজেপি (BJP)। দলের রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) বক্তব‌্য, ‘‘অন‌্য দল থেকে কেউ এলে বেছে বেছে নেব। খুব বেশি নেব না।’’ দলের মধ্যে যখন ভাঙনের আশঙ্কা। কয়েকজন বিধায়ক তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে খবর।

রাজনৈতিক মহলেও চলছে জোর চর্চা। তখনই সুকান্তর এই ঘোষণা নিয়ে দলের মধ্যেই প্রশ্ন, পঞ্চায়েত ভোটে পদ্ম শিবিরে কি প্রার্থীর আকাল? ত্রিস্তরীয় পঞ্চায়েতে ৭২ হাজারের বেশি আসন রয়েছে। সেখানে কি তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে পর্যাপ্ত সংখ‌্যক প্রার্থী পাওয়া যাবে না বলেই অন‌্য দল ভাঙানোর এই কৌশল? নাকি পদ্মের বিধায়ক তৃণমূলে চলে যেতে পারে, তা বুঝেই এই মন্তব‌্য করেছেন সুকান্ত মজুমদার। তবে এই দল ভাঙানোর ঘোষণা নিয়ে বিজেপির মধ্যেই আপত্তি রয়েছে। অন‌্য দল থেকে লোক আনা নিয়ে পদ্মশিবিরে আদি—নব‌্য দ্বন্দ্ব চরম আকার নিয়েছিল। যা এখনও চলছে।

Advertisement

[আরও পড়ুন: কেতুগ্রামের ভরা বাজারে চলল গুলি, লুটিয়ে পড়লেন বালি ব্যবসায়ী]

তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন এবং এখনও দলে রয়েছেন এরকম অনেক নেতাকেই বিজেপির পুরনো নেতা-কর্মীরা মেনে নিতে পারছেন না। তাই বারে বারে দ্বন্দ্ব সামনে চলে আসছে শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারদের। আর তা সামাল দিতে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বকে। ফলত, কেন ফের আবার অন‌্য দল থেকে লোক নিয়ে আসার ঘোষণা করা হচ্ছে? এই প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বঙ্গ বিজেপির পুরনো নেতা-কর্মীরা।

পাল্টা কটাক্ষ করে তৃণমূল সাংসদ শান্তনু সেনের (Santanu Sen) বক্তব‌্য, ‘‘বিজেপি নিজেরাই তাসের ঘরের মতো ভাঙছে। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার। তারা এই কথা বলছে মানসিক হতাশা থেকেই।’’ এদিকে, শঙ্কিত বিজেপি শঙ্কর ঘোষ, সত্যেন রায় প্রমুখ বিধায়কদের ভিডিও বার্তা প্রকাশ করে বলিয়েছে, এই ধরনের জল্পনা মিথ‌্যা। আরেক বিধায়ক হিরণ চট্টোপাধ‌্যায়কে দিয়েও টুইট করানো হয়েছে। বুধবরাও বিধানসভার সামনে উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে দিয়েও সংবাদ মাধ‌্যমের সামনে দলের তরফে বলানো হয়, বিজেপির কেউ তৃণমূলে যাবে না।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement