Advertisement
Advertisement

Breaking News

Sujay Krishna Bhadra

ফের অসুস্থ ‘কালীঘাটের কাকু’, প্রাথমিকে নিয়োগ মামলায় চার্জ গঠনের দিনই বিপত্তি

বর্তমানে শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন 'কালীঘাটের কাকু'।

Sujay Krishna Bhadra admits in SSKM Hospital

'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র। ছবি: সায়ন্তন ঘোষ

Published by: Sayani Sen
  • Posted:December 30, 2024 11:07 am
  • Updated:December 30, 2024 5:27 pm  

অর্ণব আইচ: ফের অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির চার্জ গঠনে আদালতে উপস্থিত থাকার কথা ছিল। প্রেসিডেন্সি জেল থেকে ইডির বিশেষ আদালতে নিয়ে আসার পথে অসুস্থ হয়ে পড়েন ‘কালীঘাটের কাকু’। তাঁকে তড়িঘড়ি এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতালেই কিছুক্ষণ চিকিৎসা হয়। তারপর অবশ্য তাঁকে শহরের এক নামী বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

‘কালীঘাটের কাকু’র জামাইয়ের নামও প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত। এই মামলায় চার্জ গঠনের দিন তাঁরও আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। তবে আচমকা সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হয়ে পড়ায় তাঁর জামাইও চলে যান হাসপাতালে। সে কারণে আদালতে এদিন শ্বশুর, জামাই কেউই হাজিরা দিতে পারবেন না। আদালতে দাঁড়িয়ে সোমবার একথা জানান সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী।

Advertisement

উল্লেখ্য, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়দের বিরুদ্ধে সোমবারই চার্জ গঠন হওয়ার সম্ভাবনা ছিল। সম্প্রতি বিচারভবনে ইডির বিশেষ আদালতে এই মামলায় চার্জ গঠনের পর্ব শুরু হয়। বেশ কয়েকটি বেসরকারি সংস্থা-সহ ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তুতি নেয় আদালত। গত শুক্রবার কয়েকটি সংস্থা-সহ ১৬ জন প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন। ওই দিন তার শুনানিও হয়।

শনিবার আদালতে শুনানি না হলেও কয়েকজন অভিযুক্তর আইনজীবীর কাছ থেকে ব্যাঙ্কের নথি ও অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ নথিও চেয়ে পাঠান বিচারক। অনেকে অনলাইনেও নথি পাঠিয়ে দেন। আদালত সেগুলি খতিয়ে দেখে। সোমবার মামলা থেকে কেউ অব্যাহতি পেতে পারেন কি না, সেই সম্পর্কে আদালত রায়দান করতে পারে। এদিন আদালতে চার্জ গঠনের আগে শুনানির সম্ভাবনাও রয়েছে। এরপর এদিনই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার সম্ভাবনা ছিল বলে সূত্রের খবর। তার আগে সুজয়কৃষ্ণ ভদ্র অসুস্থ হয়ে পড়ায় তৈরি হয়েছে জটিলতা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement