Advertisement
Advertisement

Breaking News

রোজভ্যালি কর্তার ছেলেকে স্কুলে ভর্তির সুপারিশ করেন সুদীপ: সিবিআই

স্কুল কর্তৃপক্ষের কাছে সুপারিশের চিঠি চেয়ে পাঠাচ্ছে সিবিআই৷

Sudip Banerjee allegedly extended undue favour to rose valley chief
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 5, 2017 11:16 am
  • Updated:January 5, 2017 11:25 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যাল কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে নয়া তথ্য সামনে আনল সিবিআই৷ সিবিআইয়ের আধিকারিকদের দাবি, রোজভ্যালি কর্তার সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল সুদীপের৷ গৌতম কুণ্ডুর ছেলেকে দক্ষিণ কলকাতার এক নামী স্কুলে ভর্তি করার জন্য সুপারিশ করেছিলেন তিনি৷ সেই সুপারিশ মেনেই রোজভ্যালি কর্তার ছেলেকে ভর্তি নেয় ওই স্কুল৷ পরে গৌতম কুণ্ডু ওই স্কুলকে ৭৫ লক্ষ টাকা অনুদানও দেন৷

মঙ্গলবারই গ্রেপ্তার করা হয় লোকসভায় তৃণমূলের দলনেতাকে৷ রাতে তাঁকে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে৷ বুধবার তাঁকে আদালতে তোলা হয়৷ সেখানেই এই তথ্য সামনে আনেন সিবিআইয়ের আধিকারিকরা৷ সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয় সুপারিশের সেই চিঠি স্কুল কর্তৃপক্ষের থেকে চাওয়া হয়েছে৷ সেটি আসার পরই বাকি তথ্য জানা যাবে৷

Advertisement

অন্যদিকে, তৃণমূল সাংসদের গ্রেফতারির প্রতিবাদে আজও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভে শামিল হয়েছেন সমর্থকরা৷ সকাল সাড়ে আটটা নাগাদ আসানসোলের চাঁদা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল সমর্থকরা৷ জেলায় জেলায় আজও তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি রয়েছে৷ বুধবারই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ছয় দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷ সুদীপের গ্রেফতারির জেরে আদালতের সামনেও বিক্ষোভ প্রদর্শ করা হয়েছে৷ সিবিআই অফিসের সামনেও বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা৷

আরও পড়ুন –

(খাচ্ছি-দাচ্ছি দিব্যি আছি, বললেন সুদীপ)

(৬ দিনের সিবিআই হেফাজতে সুদীপ বন্দ্যোপাধ্যায়)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement