Advertisement
Advertisement

নোট বাতিলের প্রতিবাদে সংসদে ধরনায় তৃণমূল, বিধানসভায় সরব মমতা

বিধানসভার ভিতরে-বাইরে সরব তৃণমূল...

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 5, 2016 4:25 pm
  • Updated:June 22, 2022 3:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় সরকারের নোট বাতিল ইস্যুতে সংসদ ও বিধানসভা- দুই জায়গাতেই সরব হল তৃণমূল কংগ্রেস৷ সংসদ শুরুর আগে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা-প্রতিবাদ জানান তৃণমূল সাংসদরা৷ তাঁদের মুখে স্লোগান, “মোদিজির মন কি বাত, গরিবো কি পেট পে লাথ৷” তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলগুলির বিক্ষোভের জেরে দফায় দফায় মুলতুবি হয় দু’কক্ষ৷ লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত কী করে আগে বিজেপি নেতারা জেনেছিলেন বিষয়টি নিয়ে তদন্ত হওয়া দরকার৷ ধরনায় উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দু অধিকারী, কাকলি ঘোষদস্তিদার-সহ তৃণমূল সাংসদরা৷

এদিন বিধানসভার বাইরেও নোট বাতিলের প্রতিবাদে শামিল হন তৃণমূল বিধায়করা৷ মাথায় খালি হাঁড়ি নিয়ে প্রতীকী প্রতিবাদ দেখান তৃণমূল বিধায়করা৷

বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “কালো টাকা আমাদের প্রতিবাদের বিষয় নয়, কালোবাজারির বিরুদ্ধে আমাদের আন্দোলন৷ যাঁদের কাছে কোটি কোটি কালো টাকা রয়েছে, তাঁদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র?” মমতার অভিযোগ, কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজস্ব আদায় মার খেয়েছে৷


তাঁর দাবি, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পুরনো ৫০০ টাকার নোট চালু রাখা উচিত কেন্দ্রের৷ ক্যাশলেস লেনদেন কতটা নিরাপদ সে বিষয়েও প্রশ্ন তুলে দিয়েছেন মমতা৷ তাঁর বক্তব্য, “কয়েক দিন আগেই ২৯ লক্ষ ডেবিট কার্ড হ্যাক হয়েছে৷ নতুন নোট সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম লাগু করছে কেন্দ্র৷ মানুষ তাঁদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ হারিয়ে ফেলেছে, সেখানে প্রধানমন্ত্রী ক্যাশলেস ব্যাঙ্কিংয়ের কথা বলছেন!” ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মানুষের মৃত্যু হলেও কেন্দ্র উদাসীন বলে এদিন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement