Advertisement
Advertisement
দিলীপ ঘোষ

‘মনুষ্যত্ব বোধই নেই’, পাটুলিতে হেনস্তা কাণ্ডে দিলীপকে পালটা আক্রমণ প্রতিবাদী তরুণীর

পাটুলি থানায় বিজেপি রাজ্য সভাপতির নামে অভিযোগ দায়ের করেন সুদেষ্ণা।

FIR registered against BJP state president Dilip Ghosh
Published by: Sayani Sen
  • Posted:January 31, 2020 1:33 pm
  • Updated:January 31, 2020 3:29 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনন্দন যাত্রায় হেনস্তা কাণ্ডে দিলীপ ঘোষের (Dilip Ghosh) বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সুদেষ্ণা দত্তগুপ্ত। শুক্রবার সকালে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। ছাত্রী বলেন, “দেশের মহিলাদের অবস্থা খুবই খারাপ। গোটা দেশে প্রতি ২২ মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হন। দিলীপ ঘোষ আগেও এমন কুরুচিকর মন্তব্য করেছেন। তাই এতে আমি অবাক হইনি। মনুষ্যত্ব বোধই নেই দিলীপের।”

বৃহস্পতিবার বিকেলে পাটুলিতে সিএএ’র সমর্থনে অভিনন্দন যাত্রা করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন বিজেপির মিছিলের সামনে এসে CAA‘র বিরোধিতা করে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুদেষ্ণা দত্তগুপ্ত নামে ওই তরুণী প্রতিবাদ দেখাতে থাকেন। তাঁর হাতে থাকা সাদা প্ল্যাকার্ডে লেখা ছিল ‘নো এনআরসি, নো সিএএ’ এবং দিলীপ ঘোষ গো ব্যাক। গেরুয়া শিবিরের কর্মীরা ছুটে গিয়ে প্রতিবাদী ওই তরুণীর হাতে থাকা পোস্টার কেড়ে নিয়ে ছিঁড়ে দেয়। পুলিশ এসে সরিয়ে নিয়ে যায় তরুণীকে। বিজেপির রাজ্য সভাপতির ভাষণের আগেই এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অস্বস্তিতে পড়েন বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় ওই প্রতিবাদী তরুণীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। দিলীপ ঘোষ বলেন,“ভাগ্য ভাল শুধু পোস্টার কেড়ে ছেড়ে দিয়েছে। আর তো কিছু করেনি। ওর চোদ্দ পুরুষের ভাগ্য ভাল। খবর হতে আসে না শহিদ হতে?”

Advertisement

[আরও পড়ুন:  আতঙ্ক রুখতে তৎপর সরকার, করোনো ভাইরাসের পরীক্ষা এবার বেলেঘাটার নাইসেডে]

শুক্রবার অভিনন্দন যাত্রায় হেনস্তা কাণ্ডে দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সুদেষ্ণা দত্তগুপ্ত। পাটুলি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। ছাত্রী বলেন, “দেশের মহিলাদের অবস্থা খুবই খারাপ। গোটা দেশে প্রতি ২২ মিনিটে একজন করে মহিলা ধর্ষিত হন। দিলীপ ঘোষ আগেও এমন কুরুচিকর মন্তব্য করেছেন। তাই এতে আমি অবাক হইনি। মনুষ্যত্ব বোধই নেই দিলীপের।” যদিও থানায় অভিযোগ দায়েরের ঘটনা নিয়ে পালটা কোনও প্রতিক্রিয়া দেননি বিজেপির রাজ্য সভাপতি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement