Advertisement
Advertisement
bus fire

অফিস টাইমে যাত্রীবোঝাই বাসে দাউদাউ আগুন, প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি যাত্রীদের

দুর্ঘটনায় গুরুতর জখম একজন।

Sudden fire in a bus in kolkata on friday | Sangbad Pratidin

ছবি: পঙ্কজ বিশ্বাস

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 27, 2020 11:39 am
  • Updated:November 27, 2020 1:48 pm

কলহার মুখোপাধ্যায়: অফিস টাইমে শহরের ব্যস্ততম এলাকায় দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। বাইকের সঙ্গে সংঘর্ষের জেরে বাসটিতে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। গুরুতর জখম স্কুটি চালক। কোনওক্রমে প্রাণ বাঁচিয়ে বাস থেকে নামতে সক্ষম হয়েছেন যাত্রীরা।

জানা গিয়েছে, শুক্রবার সকালে যাত্রীবোঝাই বাসটি এয়ারপোর্ট (Airport) থেকে উলটোডাঙার দিকে যাচ্ছিল। দমদম পার্ক এলাকায় পৌঁছতেই বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, দমদম (DumDum) পার্ক এলাকায় হঠাৎই একটি বাইক চলে আসে বাসটির সামনে। গতি বেশি থাকায় বাইকটি নিয়ন্ত্রণ করতে পারেনি। যার জেরে সটান সেটি ঢুকে যায় বাসের নিচে। সেই ঘর্ষণের জেরেই প্রথমে আগুন ধরে যায় বাইকটিতে। সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে বাসে। স্থানীয়রাই তড়িঘড়ি খবর দেয় দমকলে। ঘটনাস্থলে যায় দুটি ইঞ্জিন। তবে ততক্ষণে পুড়ে ছাই গোটা বাস।

Advertisement
Sudden fire in a bus in kolkata on friday
ছবি: পঙ্কজ বিশ্বাস

[আরও পড়ুন: থামছে না টুইট যুদ্ধ, ফের প্রশাসনিক আধিকারিকদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ধনকড়ের]

জানা গিয়েছে, বাসটি সম্পূর্ণভাবে পুড়ে গেলেও যাত্রী বা বাস চালকের কোনও ক্ষতি হয়নি। তাঁরা সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে আশঙ্কাজনক বাইকচালক  অশোক সরকার। তাঁকে ইতিমধ্যেই বাগুইআটি হাসপাতালে ভরতি করা হয়েছে। দিনের ব্যস্ত সময়ে ভিআইপি রোডে এহেন ঘটনায় প্রবল জ্যাম তৈরি হয়েছে। অফিস পৌঁছতে রীতিমতো কালঘাম ছুটছে সকলের।

[আরও পড়ুন: রাজ্যের কোভিড গ্রাফ নিম্নমুখী, তবে অস্বস্তি জারি এই দুই জেলার পরিসংখ্যানে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement