Advertisement
Advertisement

Breaking News

Subrata Mukherjee

সুব্রত মুখোপাধ্যায়ের শেষযাত্রায় জনসমুদ্র, গোধূলিবেলায় সম্পন্ন হল শেষকৃত্য

শেষকৃত্যে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের শীর্ষ নেতারা।

Subrata Mukherjee Death: Last rite of Subrata Mukherjee completed at Keoratala with gun salute| Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 5, 2021 9:58 am
  • Updated:November 6, 2021 1:07 pm  

আলোর উৎসবেই নেমেছে আঁধার। বাংলার রাজনৈতিক জগতে নক্ষত্রপতন। বেশ কিছুদিন হাসপাতালে ভরতি থাকার পর বৃহস্পতিবার রাত ৯.২২ মিনিটে এসএসকেএম হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। শুক্রবার শ্রদ্ধাজ্ঞাপনের পর তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে। 

বিকেল ৫.৪০: শেষ সুব্রত মুখোপাধ্যায়ের অন্ত্যেষ্টি। পঞ্চভূতে বিলীন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী।

Advertisement

বিকেল ৫: গান স্যালুট পর্ব শেষ। কেওড়াতলা মহাশ্মশানে মন্ত্রীর অন্ত্যেষ্টিক্রিয়া শুরু। 

বিকেল ৪.৩৮: গান স্যালুটের মাধ্যমে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন। 

বিকেল ৪.৩৪ : সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহে মাল্যদানের পর পা ছুঁয়ে প্রণাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 

বিকেল ৪. ২৪:  কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। 

বিকেল ৪.০৬: অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন কেওড়াতলা মহাশ্মশানে। 

দুপুর ৩.৪০: একডালিয়া থেকে কেওড়াতলা শ্মশানের উদ্দেশে রওনা হল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ।

দুপুর ৩. ০৯: বাড়ি থেকে বেরিয়ে একডালিয়া ক্লাবে পৌঁছল পঞ্চায়েতমন্ত্রীর দেহ। মন্ত্রীকে শেষবারের জন্য দেখতে রাস্তায় মানুষের ঢল।

দুপুর ২.৪৮: বালিগঞ্জের বাড়িতে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ।  

দুপুর ২.২৬: বিধানসভা থেকে বালিগঞ্জের বাড়ির উদ্দেশে রওনা দিল মন্ত্রীর দেহ।

দুপুর ২.১১: বিধানসভায় পৌঁছল পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। শ্রদ্ধাজ্ঞাপন করছেন বিভিন্ন দলের বিধায়করা। চোখের জলে বিদায় জানালেন তাঁদের ‘প্রিয় সুব্রতদা’কে।

দুপুর ১.৫০: রবীন্দ্রসদন থেকে বিধানসভা ভবনের পথে সুব্রত মুখোপাধ্যায়। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানাবেন বিধানসভার অধ্যক্ষ। 

দুপুর ১.৩২: রবীন্দ্রসদনে রাজ চক্রবর্তী, জুন মালিয়া। বারাকপুরের বিধায়ক বললেন, “ছোট বড় সবাইকে নিয়ে চলতে জানতেন, অপূরণীয় ক্ষতি।”

দুপুর ১.২২: সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে রায়দিঘি থেকে রবীন্দ্রসদন ছুটে এলেন বাম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।   

দুপুর ১.০১: রবীন্দ্রসদনে গিয়ে পঞ্চায়েত মন্ত্রীকে শ্রদ্ধা জানালেন বাম নেতা সুজন চক্রবর্তী, সূর্যকান্ত মিশ্র। গিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও।

দুপুর ১২.৩০: বন্ধুর মৃত্যুতে শোকবিহ্বল অভিনেত্রী মুনমুন সেন। সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধা জানালেন তিনি।

ছবি : পিন্টু প্রধান।

দুপুর ১২.০৫: সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহে জড়ানো হল মোহনবাগান পতাকা। ‘মোহনবাগানীদের কাছে খুব বড় ক্ষতি। ওঁকে সব সময়ে পেয়েছি’, বললেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বোস। 

ছবি: পিন্টু প্রধান।

সকাল ১১.৫০: সুব্রত মুখোপাধ্যায়কে শ্রদ্ধাজ্ঞাপন আবদুল মান্নানের।  

সকাল ১১.৩০: সুব্রত মুখোপাধ্যায়কে শেষশ্রদ্ধা জানাতে রবীন্দ্র সদনে কেন্দ্রীয়মন্ত্রী নিশীথ প্রামাণিক, মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ, জিতেন্দ্র তিওয়ারি, রাহুল সিনহা-সহ বিজেপির নেতারা। 

সকাল ১১.২০: রবীন্দ্রসদনে সুব্রত মুখোপাধ্যায়কে শেষশ্রদ্ধা জানালেন ভারত সেবাশ্রমের মহারাজরা। 

ছবি: পিন্টু প্রধান।

সকাল ১১.০৫: সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতেন, বললেন বিমান বসু।

সকাল ১০.৫৫: ‘রাজনৈতিক লড়াই ছিল। কিন্তু কখনওই ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হয়নি’, সুব্রত মুখোপাধ্যায়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বললেন অশোক ভট্টাচার্য।

সকাল ১০.৩০: “বর্ণময় রাজনৈতিক চরিত্র। বিরোধী দলের সঙ্গেও নিবিড় যোগাযোগ। পাঁচদশক ধরে শরীর দিয়ে মন দিয়ে রাজনীতিকে ছুঁতে পেরেছিলেন। অত্যন্ত রসিক মানুষ ছিলেন”, রবীন্দ্রসদন থেকে বললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। 

সকাল ১০.০১ : রবীন্দ্রসদনে উপস্থিত রয়েছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, কুণাল ঘোষ-সহ অন্যান্যরা। বালিগঞ্জের বাড়ি থেকে রবীন্দ্রসদনের উদ্দেশে রওনা দিলেন মন্ত্রীর বোনেরা।

সকাল ৯.৫১: রবীন্দ্রসদনে পৌঁছল সুব্রত মুখোপাধ্যায়ের দেহ। শেষশ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেছেন অনুরাগীরা। ৪ ঘণ্টা সেখানে শায়িত থাকবে দেহ। 

Subrata Mukherjee
ছবি: পিন্টু প্রধান।

সকাল ৯. ৪৫: রবীন্দ্রসদনের উদ্দেশে রওনা দিল সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহ। গাড়িতে রয়েছেন খোদ ফিরহাদ হাকিম। 

সকাল ৯.৩০ : বৃহস্পতিবার রাত থেকে পিস ওয়ার্ল্ডে শায়িত রয়েছে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) দেহ। সকাল সাড়ে ন’টা নাগাদ সেখানে পৌঁছেছেন ফিরহাদ হাকিম। রয়েছেন অরূপ বিশ্বাস-সহ অন্যান্যরা।   

সকাল ৯.২৫: সুব্রত মুখোপাধ্যায়ের নাদন ঘাটের পৈতৃকবাড়িতে গিয়ে ছবিতে মাল্যদান করলেন মন্ত্রী স্বপন দেবনাথ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement