Advertisement
Advertisement

Breaking News

হিন্দু হস্টেলের দাবিতে প্রেসিডেন্সির গেটে তালা, ঢুকতেই পারলেন না উপাচার্য

দেখুন পড়ুয়াদের বিক্ষোভের ভিডিও৷  

Students stage protest at Presidency University

ছবি: পিন্টু প্রধান

Published by: Tanumoy Ghosal
  • Posted:September 10, 2018 2:09 pm
  • Updated:September 10, 2018 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু হস্টেল ফেরানোর দাবিতে ফের ছাত্র বিক্ষোভ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে৷  সমাবর্তনের আগের দিন বিশ্ববিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা৷ দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হল উপাচার্য অনুরাধা লোহিয়া-সহ অন্যন্য অধ্যাপকদের৷ সোমবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে গর্ভনিং বডির বৈঠক ছিল৷ কিন্তু, গর্ভনিং বডির সদস্যদেরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেননি বিক্ষোভকারীরা৷ শেষপর্যন্ত ফিরে যেতে হয় উপাচার্য, অধ্যাপক ও প্রেসিডেন্সির গর্ভনিং বডির সদস্যদের৷ এদিকে পড়ুয়াদের গেট বন্ধ করে বিক্ষোভের সমালোচনা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও৷

[ বনধ মোকাবিলায় তৎপর প্রশাসন, শহরের রাস্তায় চলছে অতিরিক্ত বাস ]

Advertisement

 হিন্দু হস্টেল চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা৷ গত মাসে হস্টেলের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠেছিল বিশ্ববিদ্যালয় চত্বর৷   রাজারহাটের হস্টেল কার্যত খালি করে প্রেসিডেন্সিতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন পড়ুয়ারা৷  বিক্ষোভের মুখে পড়েছিলেন উপাচার্য অনুরাধা লোহিয়া৷ তাঁর অফিসের সামনে জামাকাপড়ও ঝুলিয়ে দিয়েছিলেন পড়ুয়ারা৷  এমনকী, কয়েক মাস আগে যখন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করতে যান রাজ্যপাল তথা আচার্য কেশরীনাথ ত্রিপাঠী, তখন তাঁর সামনেও বিক্ষোভ দেখান হিন্দু হস্টেলের আবাসিকরা৷  কিন্তু, সমস্যার সুরাহা হয়নি৷  সোমবার সকালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বরে ঢুকে গেটে তালা ঝুলিয়ে দিলেন পড়ুয়ারা৷  উপাচার্য অনুরাধা লোহিয়া-সহ অন্য অধ্যাপক, গর্ভনিং বডির সদস্য, এমনকী অশিক্ষক কর্মীদেরও ভিতরে ঢুকতে দেওয়া হয়নি৷  দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থেকে ফিরে যান তাঁরা৷  

এদিকে মঙ্গলবার আবার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান৷ তার ঠিক আগের দিন পড়ুয়াদের বিক্ষোভে ক্ষুদ্ধ উপাচার্য অনুরাধা লোহিয়া৷  তাঁর সাফ কথা, কোনওভাবেই বেআইনি কাজ বরদাস্ত করা হবে না৷   পড়ুয়ারা এভাবে আন্দোলন করতে পারেন না৷  এদিন পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস ও বাম৷ যদিও ধর্মঘটের সঙ্গে প্রেসিডেন্সির গেটে তালা ঝোলানোর কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন আন্দোলনরত পড়ুয়াদের৷  প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ পড়ুয়াই থাকেন কলেজ স্ট্রিট চত্বরের হিন্দু হস্টেল বা সাবেক ইডেন হস্টেলে৷  ২০১৫ সালে সংস্কারের জন্য হস্টেলটি খালি করে দেয় বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ। কিন্তু, তিন বছরেও হস্টেল সংস্কারের কাজ শেষ হয়নি৷ এখন রাজারহাটের একটি হস্টেলে থাকেন প্রেসিডেন্সির পড়ুয়ারা৷   তাঁদের অভিযোগ, প্রতিদিন রাজারহাট থেকে কলেজ স্ট্রিটে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আসতে প্রচুর সময় লেগে যাচ্ছে৷  ফলে পড়াশোনার ক্ষতি হচ্ছে৷ অবিলম্বে ফের হিন্দু হস্টেলে খোলার দাবি তুলেছেন পড়ুয়ারা৷  

দেখুন ভিডিও:

[সমকামে বাড়তে পারে এইডসের প্রকোপ, উদ্বিগ্ন চিকিৎসকরা’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement