Advertisement
Advertisement
প্রেসিডেন্সি

অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ, পড়ুয়াদের বিক্ষোভে উত্তাল প্রেসিডেন্সি

অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ক্লাস বয়কটের হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা।

Students of political science department of Presidency stages protest
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 10, 2020 1:25 pm
  • Updated:February 10, 2020 1:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগে ফের উত্তপ্ত হয়ে উঠল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। অভিযোগ, একাধিকবার অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল মেলেনি। সেই কারণেই সোমবার সকাল থেকে ক্লাস বয়কট করে বিক্ষোভে বসেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত জারি থাকবে ক্লাস বয়কট, হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারী পড়ুয়ারা।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলন লেগেই রয়েছে। কিছুদিন আগেই হিন্দু হস্টেলের সমস্যা সমাধানের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয়। হস্টেলের ৩, ৪ এবং ৫ নম্বর ওয়ার্ড খালি করার দাবি জানিয়েছিলেন পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষ একাধিকবার দাবিপূরণের আশ্বাস দিলেও সমস্যা মেটেনি। তাঁদের দাবিগুলি ছিল, হস্টেলের মেস স্টাফের সংখ্যা বাড়াতে হবে, বিনা নোটিসে মেস স্টাফ ছাঁটাই করা যাবে না। হিন্দু হস্টেল আন্দোলনে ছাত্রীদের ক্যাম্পাসে ঢুকতে কেন বাধা দেওয়া হল, সেই উত্তরও চান আন্দোলনকারীরা। যৌন হেনস্তায় অভিযুক্ত অ্যাসিস্ট্যান্ট সুপারকে পদ থেকে অপসারণেরও দাবিও জানান। পাশাপাশি, হস্টেল আবাসিকদের নিয়ে ওয়েলফেয়ার কমিটি গঠন করার দাবি তোলেন বিক্ষোভকারীরা। ‘আজাদি’ স্লোগানও তোলেন। লাগাতার ঘেরাওয়ের জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ব হিন্দু পরিষদকে হনুমান চালিশা বিতরণে বাধা, শেষদিনেও বইমেলায় তুলকালাম]

এই পরিস্থিতিতে সোমবার সকাল থেকে ফের উত্তাল হয়ে উঠল প্রেসিডেন্সি। নিজেদের দাবিতে অনড় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পড়ুয়ারা। একাধিকবার অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ জানানো হলেও কেন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিল না প্রশ্ন তোলেন পড়ুয়ারা। কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও করেন। যদিও এবিষয়ে এখনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

[আরও পড়ুন: কলকাতা বইমেলায় ফের ‘বেস্ট সেলার’ মমতা! ৬ দিনে শেষ মুখ্যমন্ত্রীর CAA বিরোধী বই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement