Advertisement
Advertisement

শাহিনবাগে গুলি চালানোর প্রতিবাদ, বিক্ষোভে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা

নাগরিকত্ব বিলের বিরোধিতায় সুর তোলেন পড়ুয়ারা।

Students of Jadavpur stages protest against Saheen bagh fire on saturday
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 1, 2020 9:09 pm
  • Updated:February 1, 2020 9:30 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহিনবাগে গুলি চালানোর ঘটনায় সরব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা। শাহিনবাগের ঘটনার তীব্র নিন্দা করেন বিক্ষোভকারীরা। বিরোধিতায় সুর তোলেন তাঁরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে বিক্ষোভ।

শনিবার দুপুরে আচমকাই শাহিনবাগেই বন্দুক হাতে প্রকাশ্যে শূন্যে গুলি চালায় এক অজ্ঞাত পরিচয় যুবক। সঙ্গে স্লোগান তোলে – ‘হিন্দুস্তানে শুধু হিন্দুরাজই চলবে।’ থতমত খেয়ে যান আন্দোলনকারীরা। যদিও সঙ্গে সঙ্গেই দিল্লি পুলিশ ওই বন্দুকবাজকে ধরে ফেলে। তাকে হেফাজতে নিয়ে পুলিশ জানতে পারে, তার নাম কপিল গুর্জর। এদিনই প্রথম নয় এর কয়েকদিন আগেই ধবার বন্দুক উঁচিয়ে শাহিনবাগের আন্দোলনকারীদের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। হাজি লুকমান নামে ওই ব্যক্তি শাহিনবাগের আন্দোলনকারীদের উপর চড়াও হয়ে হুমকি দিয়ে বলে, ”রাস্তা ফাঁকা করো, নইলে লোক মরবে।” ধরা পড়ার পর নিজেকে রাজনৈতিক কর্মী বলে দাবি করেছিল। তবে কোন রাজনৈতিক দলের সঙ্গে সে যুক্ত, তা এখনও অজ্ঞাত। তার কাছ থেকে বন্দুক উদ্ধার হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: চৌবাগায় প্লাস্টিকের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলের দমকলের ১১টি ইঞ্জিন]

এদিন শাহিনবাগে গুলি চালানো ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। প্ল্যাকার্ড হাতে বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখাতে শুরু করে তাঁরা। নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও সুর তোলেন পড়ুয়ারা। প্রসঙ্গত, নাগরিকত্ব বিলে রাষ্ট্রপতি সিলমোহর দেওয়ার পরই আইনের বিরোধিতায় সুর তুলেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পথে নেমে প্রতিবাদও জানিয়েছিল তাঁরা। উল্লেখ্য, এদিন শাহিনবাগের ঘটনার প্রতিবাদে সরব হয়েছে দেশের মানুষ। 

 

[আরও পড়ুন: ফের করোনা আতঙ্ক কলকাতায়, একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে মার্কিন নাগরিক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement