দীপঙ্কর মণ্ডল: ফের রণক্ষেত্রের চেহারা নিল শিক্ষাঙ্গন। তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মৌলানা আজাদ কলেজ চত্বর। জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপরে হঠাৎই কলেজের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। দু’দলের হাতাহাতিতে আহত হন ১০ জন পড়ুয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় নিউ মার্কেট থানার পুলিশ। ইতিমধ্যেই ২ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মৌলানা আজাদ কলেজে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, অনুষ্ঠান শেষে তিনি বেরিয়ে যাওয়ার পরেই তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠী নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। সেই অশান্তি চরমে পৌঁছায়। অভিযোগ, বহিরাগতরা লাঠি, রড নিয়ে কলেজ পড়ুয়াদের উপর হামলা চালায়। সূ্ত্রের খবর, তৃণমূল ছাত্র পরিষদের দখল ছাড়তে চান না প্রাক্তন পড়ুয়ারা। ফলে ইউনিয়ন কার দখলে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই বর্তমান ও প্রাক্তন পড়ুয়াদের একাংশের মধ্যে অশান্তি চলছিল। বৃহস্পতিবারের গন্ডগোলে আহত হয় দু’পক্ষের ১০ জন। নিউ মার্কেট থানার পুলিশ যায় ঘটনাস্থলে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে৷
এদিনের ঘটনার জেরে আতঙ্কতি হয়ে পড়ে কলেজের পড়ুয়ারা। জানা গিয়েছে, এদিন কলেজে পরীক্ষা চলছিল। মারধরের ঘটনায় দীর্ঘক্ষণ কলেজে আটকে পড়েন পড়ুয়ারা। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তাদের কলেজ থেকে বের করা হয়। এখনও থমথমে কলেজ চত্বর। আর নতুন করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কলেজে মোতায়েন বিশাল পুলিশবাহিনী। কলেজের গেটের বাইরেও পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। বহিরাগতদের প্রবেশ আটকাতে আপাতত পরিচয় পত্র দেখে শুধুমাত্র পড়ুয়াদের কলেজে ঢুকতে দেওয়া হচ্ছে৷ এই ঘটনা প্রসঙ্গে এখনও কলেজ কর্তৃপক্ষ বা তৃণমূল ছাত্র পরিষেদর তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.