Advertisement
Advertisement

লোকসভার আগে ছাত্র সংসদ নির্বাচন নয়, ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

লোকসভার গুরুত্বকে মাথায় রেখেই সিদ্ধান্ত, মত রাজনৈতিক মহলের৷

Student Union election will be happened after Lok Sava election
Published by: Tanujit Das
  • Posted:October 11, 2018 6:14 pm
  • Updated:October 11, 2018 6:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে হচ্ছে না রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ছাত্র সাংসদ ভোট৷ তারপর এই নির্বাচন করাতে ইচ্ছুক রাজ্য সরকার৷ সূত্রের খবর, বৃহস্পতিবার এমনই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ তিনি স্পষ্ট করেছেন যে, চলতি বছরের মধ্যে এই নির্বাচন হবে না৷ তারপর এই নির্বাচন হতে পারে৷ শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের থেকেই রাজনৈতিক মহলের ধারনা, গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন মিটলে তবেই ছাত্র সংসদ নির্বাচন করানোর উদ্যোগ নেবে সরকার৷

[বিজেপিতে যোগ দিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি]

Advertisement

জানা গিয়েছে, গত দেড় বছর আগে ছাত্র সংসদ নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়৷ কিন্তু তারপর অনেকটা সময় কেটে গেলেও বিভিন্ন কারণে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন করাতে পারেনি সরকার৷ এমনকী, পঞ্চায়েত ভোটের পর এই নির্বাচন হওয়ার কথা থাকলেও তা করনো যায়নি৷ কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে এখনও বৈঠক করে উঠতে পারেনি শিক্ষাদপ্তর৷ ফলে, চলতি বছরের মধ্যে আর ছাত্র সংসদ নির্বাচন করা সম্ভবপর নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চলতি বছর এই নির্বাচন না হলে, পরের বছরের শুরুতেও করা সম্ভবপর নয়৷ কারণ, বছরের শুরুতে ফেব্রুয়ারি, মার্চ মাসে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষা রয়েছে৷ এরপরেই বেজে যাবে লোকসভা ভোটের দামামা৷ ফলে লোকসভার আগে যে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না তা স্পষ্ট বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷

[অপুষ্টিতে আক্রান্ত অন্তঃসত্ত্বাদের নিখরচায় খাদ্যসামগ্রী দেবে রাজ্য সরকার]

তবে এই সিদ্ধান্তের পিছনে আরও যুক্তিপূর্ণ কারণ খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ তাঁদের যুক্তি, অতীতের অভিজ্ঞতা থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে৷ কারণ, রাজ্যে ছাত্র সংসদ নির্বাচন মানেই রক্তপাত, মারামারি, সংঘর্ষের চিত্র৷ যা লোকসভার আগে ব্যাকফুটে ফেলতে পারে শাসকদলকে৷ এছাড়া বিজেপি-সহ গেরুয়া শিবির যেভাবে রাজ্যে বাড়ছে তাতে এখনই নির্বাচন করার সাহস দেখাতে চাইছে না শাসকদল৷ কারণ, এমন গুরুত্বপূর্ণ সময়ে শাসকদলের ছাত্র সংসদের উপরে সংঘর্ষের অভিযোগ উঠলে বা কোনও কলেজে এবিভিপি তাঁদের খাতা খুলতে পারলে এর সরাসরি প্রভাব পড়তে পারে লোকসভায়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement