Advertisement
Advertisement

রাতভর ছাত্র আন্দোলনে উত্তাল যাদবপুর, বিকেলে ধিক্কার মিছিল

ছাত্র বিক্ষোভের জেরে অসুস্থ উপাচার্যের সঙ্গে দেখা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

Student protest in Jadavpur University

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:February 20, 2019 12:33 pm
  • Updated:February 20, 2019 12:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর বিক্ষোভের পরেও আন্দোলনে ইতি টানার কোনও পরিকল্পনা নেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মঙ্গলবারই অবস্থান বিক্ষোভ দেখাতে শুরু করেন ছাত্রছাত্রীরা৷ বিক্ষোভের সময় ছাত্রছাত্রীদের ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস৷ আপাতত চব্বিশ ঘণ্টা চিকিৎসকদের নজরদারিতে রয়েছেন তিনি৷ বুধবার অসুস্থ উপাচার্যের সঙ্গে হাসপাতালে দেখা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এদিকে, দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পড়ুয়াদের৷ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় থেকে গোলপার্ক মোড় পর্যন্ত ধিক্কার মিছিলের ডাক আন্দোলনকারীদের৷

[সৎকারের পর গঙ্গা স্নানে বিপত্তি, নিমতলা ঘাটে জলের তোড়ে মৃত্যু যুবকের]

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সংক্রান্ত এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক চলছিল৷ সেই সময় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করে একদল ছাত্রছাত্রী৷ তারাই উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার-সহ অন্যান্যদের ঘেরাও করে৷ বৈঠক শেষে বিক্ষোভকারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকারি নির্দেশিকা ছাড়া কোনওভাবেই ছাত্র সংসদ নির্বাচন সম্ভব নয়৷ এরপরই আন্দোলনের পারদ চড়তে থাকে৷ অভিযোগ, উপাচার্য, সহ উপাচার্যকে ধাক্কা দেয় বিক্ষোভকারীরা৷ পায়ে চোটও পান উপাচার্য সুরঞ্জন দাস৷ রীতিমতো অসুস্থ হয়ে পড়েন তিনি৷ ভিড় ঠেলে কোনওক্রমে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ আপাতত ওই হাসপাতালেই ভরতি রয়েছেন তিনি৷ চিকিৎসকেরা জানিয়েছেন, ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হয়েছে উপাচার্যকে৷ তার আগে উপাচার্যের শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা সম্ভব নয় বলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি৷ বুধবার সকালে হাসপাতালে উপাচার্যের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এছাড়াও হাসপাতালে আসেন সহ উপাচার্য, রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু-সহ অন্যান্যরা৷

Advertisement

[হ্যাকারদের নিশানায় কলকাতা পুরসভা, চেক ‘ক্লোন’ করে টাকা গায়েব]

উপাচার্য অসুস্থ হয়ে পড়লেও আন্দোলনে ইতি টানেননি বিক্ষোভকারীরা৷ উলটে দাবিপূরণ না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ জারি রাখার হুঁশিয়ারি দিয়েছে পড়ুয়ারা৷ মঙ্গলবার রাতভর অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা৷ স্লোগান দিতে দিতে গান বাজনাও করে তারা৷ এদিকে উপাচার্যকে ধাক্কাধাক্কির ঘটনার সমালোচনায় সরব শিক্ষামন্ত্রী থেকে বিশিষ্টজন সকলেই৷ 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement