Advertisement
Advertisement

Breaking News

সেন্ট জেভিয়ার্স কলেজ

বাংলা মাধ্যমে পড়াশোনা করা নিয়ে হীনমন্যতা? অবসাদে আত্মঘাতী সেন্ট জেভিয়ার্সের পড়ুয়া

পদার্থবিদ্যায় অনার্স নিয়ে ভরতি হয়েছিলেন তিনি।

Student of St. Xavier's College commits suicide in Howrah

ছবি: প্রতীকী।

Published by: Tanumoy Ghosal
  • Posted:August 2, 2019 9:26 pm
  • Updated:August 3, 2019 12:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বাংলা মাধ্যম স্কুলের মেধাবী ছাত্র। উচ্চমাধ্যমিক পাশ করে ভরতি হয়েছিলেন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। কলেজে হস্টেলে থেকে উধাও হয়ে গিয়েছিলেন প্রথম বর্ষের সেই পড়ুয়া। শুক্রবার সন্ধ্যায় তাঁরই দেহ মিলল উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝে রেললাইনে।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই পড়ুয়া।

[আরও পড়ুন: বহুতল থেকে উদ্ধার দুই ভাইয়ের পচাগলা দেহ, হাসপাতালে মৃত্যু বোনেরও]

মৃতের নাম ঋষিক কোলে। বাড়ি, হুগলির সিঙ্গুরে। উচ্চমাধ্যমিক পর্যন্ত সিঙ্গুরের বাংলার মাধ্যমে স্কুলেই পড়াশোনা করেছেন তিনি। পরিবারের লোকেরা জানিয়েছেন, উচ্চমাধ্যমিক পাশ করার পর অংক নিয়ে নামী কোনও কলেজে পড়তে চেয়েছিলেন ঋষিক। কিন্তু শেষপর্যন্ত শিক্ষকের পরামর্শে পদার্থবিদ্যায় অনার্স নিয়ে ভরতি হন কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। রবিবার ছেলেকে হস্টেলে রেখে সিঙ্গুরে ফিরে গিয়েছিলেন ঋষিকের বাড়ির লোকেরা। মঙ্গলবার পর্যন্ত ঋষিক ক্লাস করেছেন বলে জানা গিয়েছে। সহপাঠীদের বক্তব্য, বৃহস্পতিবার সকালে দোকানে যাওয়ার নাম করে হস্টেল থেকে বেরিয়ে যান ঋষিক। বলে গিয়েছিলেন, আর হস্টেলে ফিরবেন না, সোজা কলেজে চলে যাবেন।  কিন্তু, ক্লাসে তো যানইনি, তাঁর সঙ্গে আর ফোনেও যোগাযোগ করা যায়নি। ফোন বন্ধ ছিল। শুক্রবার পার্ক স্ট্রিট থানায় ঋষিক কোলের নামে নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোকেরা।

Advertisement

ঘটনার তদন্তে  নেমে প্রথমে সেন্ট জেভিয়ার্স কলেজে হস্টেলের আশেপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। তদন্তকারীদের দাবি, সিসিটিভি ফুটে স্পষ্ট দেখা গিয়েছে, কলেজের রাস্তায় না গিয়ে অন্যদিকে চলে যান ঋষিক।  এদিকে সেন্ট ডেভিয়ার্স কলেজের ওই পড়ুয়া যেদিন নিখোঁজ হন, সেদিনই উত্তরপাড়া ও হিন্দমোটর স্টেশনের মাঝে রেললাইন থেকে এক যুবকের দেহ উদ্ধার করে জিআরপি। পরিবারের লোকেরা নিখোঁজ ডায়েরি করার পরই, নিয়মমাফিক কলকাতা ও আশেপাশের সমস্ত থানায় ঋষিকের ছবি পাঠিয়ে দেয় পার্ক স্ট্রিট থানার পুলিশ। সেই ছবি দেখেই পুলিশ আধিকারিকরা নিশ্চিত হন, যে ওই মৃতদেহটি ঋষিক কোলেরই। 

কিন্তু সেন্ট জেভিয়ার্সের মতো নামী কলেজে পড়ার সুযোগ পেয়ে কেন নিজেকে শেষ করে দিলেন ঋষিক কোলে? সহপাঠীদের বক্তব্য, শহুরে পরিবেশে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। হিন্দি বা ইংরেজিতে ততটা সড়গড় ছিলেন না বাংলা মাধ্যমের ছাত্রটি। সহপাঠীদের সঙ্গে মিশতে সমস্যা হচ্ছিল, তাই নিয়ে হীনমন্যতায়ও ভুগতেন। নিজের সমস্যা কথা এক বন্ধুকে জানিয়েছিলেন ঋষিক। শুধুই কি সেই কারণে আত্মহত্যা নাকি অন্য কোনও কারণও আছে? খতিয়ে দেখছে পুলিশ। 

[আরও পড়ুন: সাতসকালে দক্ষিণ কলকাতার বহুতল থেকে ঝাঁপ, মৃত্যু ২ প্রৌঢ়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement