Advertisement
Advertisement
যাদবপুর বিশ্ববিদ্যালয়

লাগাতার মিছিলে হেঁটেও ক্যাট-এ প্রথম দশে কলকাতার দেবর্ষি, মুখ উজ্জ্বল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

রহড়া রামকৃষ্ণ মিশনে স্কুলজীবন শেষ করেই যাদবপুরে চলে আসেন দেবর্ষি।

Student of Jadavpur University Debarshi Chanda clears CAT exam
Published by: Sayani Sen
  • Posted:January 5, 2020 11:29 am
  • Updated:January 5, 2020 12:20 pm  

দীপঙ্কর মণ্ডল: রাস্তায় নেমে মিছিলে হাঁটা কলকাতার ছেলে দেশের অন্যতম কুলীন পরীক্ষা কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এ প্রথম দশে জায়গা পেল। শনিবার আইআইএম কোঝিকোড় থেকে ক্যাটের ফল প্রকাশিত হয়েছে। প্রথম দশজনের মধ্যে একজন বাদে প্রত্যেকেই আইআইটি ও এনআইটি-এর ছাত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেবর্ষি চন্দ নাগরিকত্ব সংশোধনী আইন ও জামিয়া মিলিয়া ক্যাম্পাসে ঢুকে পড়ুয়াদের উপর পুলিশি নিগ্রহের প্রতিবাদে কলকাতায় লাগাতার কর্মসূচিতে অংশ নিয়েছে। কয়েকদিন আগে শহিদ মিনার থেকে রাজ্য বিজেপি অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিলে হেঁটেছিল দেবর্ষি। শিক্ষামহলে অনেকে মনে করেন প্রতিবাদ আন্দোলনে জড়িয়ে পড়েল কেরিয়ারের ক্ষতি হয়। পরীক্ষার ফল খারাপ হওয়ার ভয়ে অনেক ছাত্রছাত্রী রাস্তায় নামতে চাননা। এই ধারণা যে ভিত্তিহীন, তা প্রমাণ করল দেবর্ষির ফল। যাদবপুরে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়েছেন মেধাবী ছাত্রটি।

Advertisement

[আরও পড়ুন: ‘ক্ষমতার অপব্যবহার হতে পারে’, CAA নিয়ে মুখ খুললেন উদ্বিগ্ন নোবেলজয়ী অভিজিৎ]

রহড়া রামকৃষ্ণ মিশনে স্কুলজীবন শেষ করেই যাদবপুরে চলে আসেন দেবর্ষি। এখন তিনি ‘এনার্জি স্টাডিজ’ বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন। গত বছরও ক্যাটে ভাল ব়্যাঙ্কিং পেয়েছিলেন। আইআইএম কলকাতায় এমবিএ পড়ার সুযোগ পান। তবে সেখানে ভরতি হননি। এমবিএ পড়ার চেয়ে গবেষণা করাই তাঁর লক্ষ্য। এত ভাল ফল করার পরও এদিন দেবর্ষি জানিয়েছেন, “দেশের অর্থনীতির যা হাল তাতে আমি কর্পোরেটে চাকরি করতে চাই না। অর্থনীতি নিয়ে পিএইচডি করতে চাই।” ছাত্রের সাফল্যে খুশি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু বলেন, ‘‘দেবর্ষির জন্য আমরা সকলেই গর্বিত।’’ জানা গিয়েছে, প্রথম দশে কোনও ছাত্রী নেই। ম্যানেজমেন্টে ভরতির প্রবেশিকা ক্যাট-এর এবারের উদ্যোক্তা ছিল আইআইএম কোঝিকোড়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement