Advertisement
Advertisement

Breaking News

Student Molestation

বাথরুমে ডেকে নগ্ন ছবি, গোপনাঙ্গে হাত! খাস কলকাতার স্কুলেই ছাত্রীর ‘যৌন হেনস্তা’

অভিযুক্ত স্কুলেরই নিরাপত্তারক্ষী।

Student of class V allegedly physically harassed in Baguiati School | Sangbad Pratidin

প্রতীকী ছবি

Published by: Paramita Paul
  • Posted:January 30, 2024 7:16 pm
  • Updated:January 30, 2024 7:54 pm  

বিধান নস্কর, দমদম: স্কুলের ভিতরেই যৌন হেনস্তার শিকার পঞ্চম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত স্কুলের নিরাপত্তারক্ষী। মঙ্গলবারের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বাগুইআটি দেশপ্রিয় বালিকা বিদ্যালয়। অভিভাবকদের অভিযোগ, শৌচালয়ে নিয়ে গিয়ে ছাত্রীর নগ্ন ছবি তোলেন অভিযুক্ত। গোপনাঙ্গে হাত দেওয়ার চেষ্টাও করে। পরে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিভাবকদের অভিযোগ, টিফিনের সময় পঞ্চম শ্রেণির ছাত্রীকে বাথরুমে ডেকে নিয়ে গিয়ে প্রথমে নগ্ন করার চেষ্টা করে অভিযুক্ত নিরাপত্তারক্ষী। পরে গোপনাঙ্গে হাত দিতে গেলে ওই ছাত্রী চিৎকার করে কান্না শুরু করে দেয়। এমনকী, এই ঘটনা যাতে কাউকে না বলে শিশুটিকে অভিযুক্ত নিরাপত্তারক্ষী হুমকি দেয় বলেও অভিযোগ। স্কুলে থাকা অন্য অভিভাবকরা শিশুটির থেকে সমস্ত ঘটনা জানতে পেরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁদের দাবি, অভিযুক্ত নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করতে হবে।

Advertisement

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

অভিভাবকদের দাবি, এর আগেও স্কুলে এরকম ঘটনা ঘটেছে। তবে আজকের এই ঘটনা স্কুল কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। যদিও খবর পাওয়ার পর বাগুইআটি থানার পুলিশ স্কুলে গিয়ে অভিভাবকদের আশ্বস্ত করে এবং অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে আটক করে নিয়ে যায়। যদিও অভিযুক্ত জয়ন্ত গুহের দাবি, তিনি কিছুই করেননি। সিসিটিভি ফুটেজ দেখার দাবিও জানিয়েছেন তিনি।

 

[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement