Advertisement
Advertisement
Jadavpur University Student Death

‘আমাকে বিক্রি করে দাও’, মৃত্যুর আগে বিস্ফোরক ছাত্রী! তদন্তে কমিটি গঠনের পথে যাদবপুর

মৃত্যুর আগে বন্ধুকে আর কী বলেছিলেন ওই ছাত্রী?

Student Death: Jadavpur University form probe committee on Student Death | Sangbad Pratidin
Published by: Sangbad Pratidin Video Team
  • Posted:January 31, 2024 8:37 pm
  • Updated:January 31, 2024 9:20 pm  

রমেন দাস: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীমৃত্যুর ঘটনায় অবশেষে নড়েচড়ে বসল কর্তৃপক্ষ। ছাত্রীর মৃত্যু নিয়ে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের দিকে এগোল বিশ্ববিদ্যালয় (Jadavpur University) । আইসিসি অর্থাৎ অভ্যন্তরীণ অভিযোগের তদন্ত কমিটিকে (Internal Complaint Committee) দায়িত্ব দেওয়া হচ্ছে পুরো ঘটনা খতিয়ে দেখার জন্য। যে কমিটিতে একজন বিশেষভাবে সক্ষম অধ্যাপক-সহ মোট ৫ জন সদস্য থাকতে পারেন বলেও সূত্রের খবর। শুধু তাই-ই নয়, আপাতত অভিযুক্ত এক ছাত্রের বিশ্ববিদ্যালয়ের হস্টেলে (Hostel) থাকার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভাগের প্রধানদের সঙ্গে বৈঠকে বসে কর্তৃপক্ষ। ওই বৈঠকেই মৃত ছাত্রীর বাবার অভিযোগপত্র নিয়ে আলোচনা হয়। যা মঙ্গলবারের বৈঠকেও ওঠে। এরপরই ঘটনার তদন্তভার দেওয়া হয় আইসিসি-কে।

Advertisement

দেখুন ভিডিও:

এ প্রসঙ্গে ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল‘-এ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু জানান, ”ছাত্রীর মৃত্যুর ঘটনায় আমরা মর্মাহত। তাঁর বাবা অভিযোগপত্র দিয়েছেন। ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিসি-কে।” সূত্রের খবর, ফের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যুতে র‌্যাগিং (Ragging) অভিযোগ ওঠায় কর্তৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন বৈঠকে উপস্থিত কেউ কেউ। অন্যদিকে একাধিক ছাত্র সংগঠনের পক্ষেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ করা হয়।

[আরও পড়ুন: বন্ধ হচ্ছে পেটিএম পরিষেবা! কতদিন করা যাবে লেনদেন?]

যদিও কর্তৃপক্ষের দাবি, মৃত ছাত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেকদিন থাকতেন না। তাঁর মৃত্যুও ঘটেছে নিজের বাড়িতেই। তাই এই বিষয়ে এক্তিয়ারের মধ্যে দিয়ে যেটুকু করা সম্ভব, তাই-ই করবেন তাঁরা। কিন্তু এখানেও উঠেছে প্রশ্ন। পড়ুয়াদের একাংশের দাবি, এক্ষেত্রেও অপরাধীদের আড়াল করার চেষ্টা থাকতে পারে। এক অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ। মালবাজার থানার পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করেছে মৃত ছাত্রীর পরিবার। এদিকে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া সঈদ রাইনের দাবি, ”আমাকে বিক্রি করে দাও, মৃত্যুর আগে ফোনে আমাকে একথা বলেছিলেন ওই ছাত্রী।” যা নিয়েও শোরগোল পড়েছে ফের।

[আরও পড়ুন: কাজের অভাব নেই! অভিশপ্ত টানেলে কাজে ফেরা মানিকদের ঘরে ফেরার ডাক মমতার]

উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি মালবাজারের (Mal Bazar) আত্মীয়ের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয় যাদবপুর (Jadavpur) বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার। দৃষ্টিহীন ছাত্রীর মৃত্যুতে (Student Death) জড়ায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং এক গবেষকের নাম। ছাত্রীর বাবা ২৫ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দায়ের করেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement