Advertisement
Advertisement

Breaking News

School Student

খাস কলকাতায় স্কুলের সামনে থেকে পড়ুয়াকে ‘অপহরণ’! বাড়ছে রহস্য

তদন্ত শুরু করেছে পুলিশ।

Student allegedly abducted in front of Kolkata School | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:September 11, 2023 6:57 pm
  • Updated:September 11, 2023 6:57 pm  

নিরুফা খাতুন: খাস কলকাতায় স্কুলের সামনে থেকে পড়ুয়াকে ‘অপহরণে’র অভিযোগ। সেলিমপুরের স্কুলের সামনে থেকে একাদশ শ্রেণির পড়ুয়াকে টেনে হিঁচড়ে বাইকে তোলা হয়। সন্ধে অবধি নাবালক পড়ুয়ার খোঁজ মেলেনি। ইতিমধ্যে লেক থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত শুরু করেছে তারা।

বিকেল চারটে। রোজকার মতোই স্কুল ছুটি হয়েছিল। সেলিমপুরের বেসরকারি স্কুলের সামনে ভিড় ছিল রোজকার মতো। এর মধ্যেই কয়েকজন যুবক বাইকে চেপে এসে স্কুল ছাত্রকে আক্রমণ করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাইকের যুবকরা মদ্যপ ছিল। অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। একাদশ শ্রেণির পড়ুয়ার উপর চড়াও হয় তারা। টেনে হিঁচড়ে বাইকে চাপিয়ে চম্পট দেয়।

Advertisement

[আরও পড়ুন: পর্যটন দপ্তর হাতছাড়া বাবুল সুপ্রিয়র, পদবদল অরূপ রায়েরও]

এই ঘটনায় লেক থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে. ব্যক্তিগত শত্রুতার জেরেই অভিযুক্তরা চড়াও হয়েছিল। কিন্তু পড়ুয়াকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, তা নিয়ে রহস্য় বাড়ছে। তবে ভিড় রাস্তা থেকে দিনের বেলায় এক পড়ুয়াকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হল, তাতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

[আরও পড়ুন: বাড়ল মেয়াদ, চলতি মাসেও ভরতি হওয়া যাবে কলেজে, নয়া বিজ্ঞপ্তি উচ্চশিক্ষা দপ্তর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement