Advertisement
Advertisement

আবার নেওয়া হোক পরীক্ষা, দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত

কলেজ স্ট্রিটে পথ অবরোধ।

Student agitation jolts University of Calcutta
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:January 30, 2018 2:12 pm
  • Updated:January 30, 2018 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্নাতক স্তরের পার্ট ওয়ান পরীক্ষায় পাশ করানোর দাবিতে বিক্ষোভ অব্যাহত। মঙ্গলবার দিনভর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে রাস্তায় অবস্থান বিক্ষোভ করলেন অকৃতকার্য পড়ুয়ারা। বেশ কিছুক্ষণ পথ অবরোধও করেন তাঁরা। পড়ুয়াদের বিক্ষোভের জেরে বন্ধ থাকল ক্যাম্পাসের প্রবেশদ্বার। মোতায়েন ছিল প্রচুর পুলিশকর্মী। তবে অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি।

[বেনজির, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পার্ট ওয়ানে অর্ধেকই ফেল]

Advertisement

এ বছরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পার্ট ওয়ানে রেজাল্টে শোরগাল পড়ে গিয়েছে শিক্ষামহলে। ফেল করেছেন রেকর্ড সংখ্যক পড়ুয়া। সবচেয়ে খারাপ রেজাল্ট বিএ অনার্স ও জেনারেলে। কলা বিভাগে পাস করেছেন মাত্র ৪২.৩৫ শতাংশ পড়ুয়া। বিএসসিতেও অবস্থা তথৈবচ। পাশের হার মাত্র ৭১ শতাংশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন রেজাল্ট আগে কখনও হয়নি বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। সবমিলিয়ে এবার স্নাতক স্তরের পার্ট ওয়ান পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৪০ হাজার পড়ুয়া। রেজাল্টে দেখা যাচ্ছে, অর্ধেক পড়ুয়াই কৃতকার্য হতে পারেননি।

[পরীক্ষায় ফেল করে আত্মঘাতী ছাত্রী, কলকাতা বিশ্ববিদ্যালয়কে কাঠগড়ায় তুলল পরিবার]

এই পরিস্থিতিতে বিকল্প পরীক্ষা নেওয়ার দাবিতে পথে নেমেছেন অকৃতকার্য পড়ুয়ারা। তাঁদের দাবি, সকলকেই পার্ট টু পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। আর পার্ট ওয়ার্নে যে বিষয়গুলিতে পড়ুয়ারা কৃতকার্য হতে পারেননি, পার্ট টু পরীক্ষার সঙ্গে সেই বিষয়গুলি সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হোক। সোমবারের পর মঙ্গলবার দিনভর বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভ করেন বিভিন্ন কলেজের পড়ুয়ারা। বেশ কিছুক্ষণ পথ অবরোধও হয়।বিক্ষোভকারীদের সামাল দিতে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেট বন্ধ রাখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোতায়েন ছিল প্রচুর পুলিশও। তবে অকৃতকার্য পড়ুয়াদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়া হবে কিনা, তা নিয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

[কারখানার বর্জ্যের আগুন যেন রাবণের চিতা, দূষণে জেরবার বাসিন্দারা]

কিন্তু, স্নাতক স্তরের পার্ট ওয়ান পরীক্ষায় এই বেনজির রেজাল্টের কারণটা কী?  ২০১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে নয়া বিধি চালু হয়েছে। নয়া বিধিতে এখন অনার্সের পড়ুয়াকে পাসের দুটি বিষয়ের মধ্যে একটিতে কৃতকার্য হতেই হবে। অন্যদিকে জেনারেলের পড়ুয়াদের তিন বিষয়ের মধ্যে অন্তত দুটিতে পাস করা বাধ্যতামূলক। অনেকেই বলছেন, এই নয়া বিধির গেরোতেই আটকে গিয়েছেন পড়ুয়ারা।

[দেশের কাজে জীবন বিলিয়েও ‘ব্রাত্য’ বাংলার দেশপ্রেমিক   ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement