সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারের পর আবারও শুক্রবার৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ফের উত্তপ্ত শিক্ষাঙ্গন৷ আবারও ঘটনাস্থল যাদবপুর বিশ্ববিদ্যালয়৷ পড়ুয়াদের অবস্থান বিক্ষোভের জেরে রাতভর ঘেরাও সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ৷ সরকারের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসার দাবি জানিয়েছেন পড়ুয়ারা৷ যদিও সোমবারের আগে সরকারের কাছে ছাত্রদের দাবি জানানো সম্ভব নয় বলেই সাফ জানিয়ে দিয়েছেন সহ উপাচার্য৷ এদিকে, দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখার পালটা হুঁশিয়ারি পড়ুয়াদের৷
শুক্রবার দুপুরে বেশ কয়েকজন পড়ুয়া সহ উপাচার্যের সঙ্গে দেখা করেন৷ ছাত্র সংসদ নির্বাচনের দাবি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চান পড়ুয়ারা৷ ছাত্রদের দাবি সরকারের কাছে জানানো হবে বলেই জানান সহ-উপাচার্য প্রদীপ কুমার ঘোষ৷ তবে সহ-উপাচার্যের আশ্বাস মন মতো হয়নি পড়ুয়াদের৷ এরপর সহ উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা৷ শুক্রবার রাতভর ঘেরাও করে রাখা হয় সহ-উপাচার্যকে৷ ছাত্রদের আন্দোলনে ক্ষুব্ধ সহ-উপাচার্য৷ শনিবার তিনি বলেন, ‘‘আমরা কোনও দ্বীপে বাস করি না৷ তাই রাজ্যের আইন মেনে চলতে হবে৷ বৈঠকের জন্য অপেক্ষা করতে হবে৷ যতক্ষণ পর্যন্ত সরকারি অনুমোদন না মিলছে, ততক্ষণ ছাত্র সংসদ নির্বাচন সম্ভব নয়৷’’ সূত্রের খবর, শনিবার দুপুর থেকে রবিবার পর্যন্ত সরকারি কাজ বন্ধ থাকে৷ তাই সোমবার যোগাযোগ করা হবে শিক্ষামন্ত্রীর সঙ্গে৷ এরপর শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে পদক্ষেপ৷ যদিও আন্দোলনকারী ছাত্ররা এই সহ-উপাচার্যের কথা মানতে নারাজ৷ দাবিপূরণ না হওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলেই পালটা জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা৷
এর আগে গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের নির্বাচন সংক্রান্ত এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয়৷ বৈঠক শেষে বিক্ষোভকারীদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, সরকারি নির্দেশিকা ছাড়া কোনওভাবেই ছাত্র সংসদ নির্বাচন সম্ভব নয়৷ এরপরই আন্দোলনের পারদ চড়তে থাকে৷ অভিযোগ, উপাচার্য, সহ-উপাচার্যকে ধাক্কা দেয় বিক্ষোভকারীরা৷ পায়ে চোটও পান উপাচার্য সুরঞ্জন দাস৷ রীতিমতো অসুস্থ হয়ে পড়েন তিনি৷ হাসপাতালে ভরতি হতে হয় উপাচার্যকে৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও মানসিকভাবে বিপর্যস্ত তিনি৷ তাই আপাতত চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে রয়েছেন উপাচার্য সুরঞ্জন দাস৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.