Advertisement
Advertisement
Drug

বাংলাদেশে পাচারের সময় বাজেয়াপ্ত মাদকমিশ্রিত কাশির সিরাপ, বাজারমূল্য ৫০ লক্ষ টাকা

মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

STF of West Bengal Police arrested three persons for carrying banned cough syrup of worth 50 lakhs | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 10, 2023 3:46 pm
  • Updated:August 10, 2023 4:04 pm  

অর্ণব আইচ: বাংলাদেশ (Bangladesh) থেকে কলকাতায় পাচারের আগেই বাজেয়াপ্ত মাদকমিশ্রিত কাশির সিরাপ। কলকাতা শহরে ঢোকার আগেই দমদম বিমানবন্দরের কাছে যশোর রোডে রাজ্য পুলিশের এসটিএফের (STF) হাতে গ্রেপ্তার হল ৩ জন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বিমানবন্দর থানায়। এসটিএফ সূত্রে খবর, উদ্ধার হয়েছে ৯ হাজার বোতল। যার বাজারমূল্য ৫০ লক্ষ টাকা।

Advertisement

জানা গিয়েছে, ধৃতদের তিনজনের নাম শাজাহান মণ্ডল, রফিকুল মণ্ডল ও পূর্ণ হালদার। এদের মধ্যে পূর্ণ হালদার উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বাদুড়িয়ার বাসিন্দা। একটি ছ’ চাকার ট্রাকও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গিয়েছে, ফেন্সিডিল জাতীয় ওই কাশির সিরাপগুলির আনা হচ্ছিল উত্তরপ্রদেশ থেকে। বাংলাদেশ পাচারের উদ্দেশ্য ছিল। কিন্তু দমদম বিমানবন্দর (Dumdum Airport) থেকে শহরে ঢোকার আগেই তা বাজেয়াপ্ত করা হল। এনডিপিএস অর্থাৎ মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

[আরও পড়ুন: অনুব্রতর বিরুদ্ধে মামলা, দিল্লিযাত্রা পিছনোর উপহার! বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান শিবঠাকুরের স্ত্রী]

বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে যশোর রোড থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাজারমূল্যের নিষিদ্ধ মাদকমিশ্রিত কাফসিরাপ বাজেয়াপ্ত করা হয়। প্রথমে তিনজনকে আটক করা হয়। পরে তাদের গ্রেপ্তার। মাদক আইনে মামলা রুজু হয়েছে বিমানবন্দর থানায়। বিধাননগর পুলিশ কমিশনারেট (Bidhannagar Police Commissionarate) ঘটনার তদন্ত শুরু করেছে। এই পাচারের নেপথ্যে কারা রয়েছে, কতদূর বিস্তৃত এই পাচারচক্রের জাল, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।

[আরও পড়ুন: শ্লীলতাহানির প্রতিবাদ, রাতের কলকাতায় বোনের সামনেই দাদাকে ফেলে মার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement