Advertisement
Advertisement
Kolkata

খাস কলকাতায় ১৮ কোটি টাকার মাদক উদ্ধার করল STF, গ্রেপ্তার মহিলা-সহ পাঁচ

ভোটের মুখে চাঞ্চল্য শহরে।

STF detained five person along with two vehicles with narcotics worth Rs 17.5 crore | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:February 14, 2021 2:11 pm
  • Updated:February 14, 2021 2:11 pm  

অর্ণব আইচ: ভোটের আগে এবার খাস কলকাতায় (Kolkata) উদ্ধার হল কয়েক কোটি টাকার মাদক। ফাঁস হল আন্তর্দেশীয় মাদক পাচার চক্র। শহরে প্রবেশের আগেই প্রায় ১৮ কোটি টাকার মাদক উদ্ধার করে STF। ঘটনায় ইতিমধ্যে এক মহিলা-সহ পাঁচজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।

জানা গিয়েছে, শনিবার সকাল ৬টা নাগাদ গোপনসূত্রে খবর পেয়ে কাশীপুর (Cossipore) থানা এলাকা থেকে পাঁচজনকে আটক করে STF-র একটি টিম। এরপর তাদের গাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কেজি হেরোইন এবং প্রায় দেড় লক্ষ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে ওই হিরোইনের দাম ১০ কোটি টাকা। অন্যদিকে ইয়াবা ট্যাবলেটের মূল্য ৭.৫০ কোটি টাকা। এরপরই জিজ্ঞাসাবাদ করা হয় আটকদের। তারপরই বিকেলে অভিযুক্তদের গ্রেফতার করে STF। বাজেয়াপ্ত করা হয় তাদের গাড়িটিও। অভিযুক্তরা এদিন কোথা থেকে এবং কীভাবে শহরে ওই বিপুল পরিমাণ মাদক নিয়ে এল সেটাও খতিয়ে দেখছে লালবাজার।

Advertisement

[আরও পড়ুন: লিভার দিয়েও বাঁচাতে পারলেন না স্ত্রী, অকালে চলে গেলেন হাওড়া ডিভিশনের ‘বাঙালিবাবু’]

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ধৃত মাদকপাচারকারীদের নাম পিয়ারুল ইসলাম (৪০), সাদিকুল শেখ (৩১), কার্তিক নাইডু (২৭), রাকেশ থাপা (২৬) এবং প্রভতি দেবী ওরফে পবিত্রি, দেবী জয়সওয়াল ওরফে চাচী (৭২)। এদের মধ্যে ধৃত পিয়ারুল এবং সাদিকুল দুজনেই মুর্শিদাবাদের সুতির বাসিন্দা। অন্যদিকে, কার্তিক ও রাকেশ মণিপুরের তেংনুপাল থেকে এসেছিল। গ্রেপ্তার হওয়া ওই মহিলা অসমের করবির বাসিন্দা। তবে এই প্রথম নয়, এর আগেও শহরের একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে মাঝেমধ্যেই মাদক উদ্ধার হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এত বেশি পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা ঘটেনি। কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই এই ঘটনা কিছুটা হলেও চিন্তা বাড়াল পুলিশ আধিকারিকদের।

[আরও পড়ুন: অসুস্থ যাত্রী, বাইপাসে গ্রিন করিডর তৈরি করে ৭ মিনিটে যাত্রী সুদ্ধ বাস নিয়ে হাসপাতালে পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement