Advertisement
Advertisement

শহরে জাল নোট পাচারচক্রের পর্দাফাঁস, এসটিএফের হাতে পাকড়াও ৩

গাঁজা পাচারের অভিযোগেও ১জনকে গ্রেপ্তার করেছে এসটিএফ৷

STF arrested three person
Published by: Sayani Sen
  • Posted:December 15, 2018 12:07 pm
  • Updated:December 15, 2018 12:11 pm  

অর্ণব আইচ: শহরে জাল নোট পাচারচক্রের পর্দাফাঁস৷ এসটিএফের হাতে পাকড়াও তিন অভিযুক্ত৷ ধৃতদের মধ্যে দু’জন বিহার এবং একজন মালদহের বাসিন্দা৷ তাদের কাছে থেকে চার লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা৷

[ভুয়ো ডিগ্রি নিয়ে সিএমআরআইতে ডাক্তারি, ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ]

জাল নোট পাচার হচ্ছে বলে গোপন সূত্রে খবর পায় কলকাতা পুলিশের এসটিএফ৷ সেই অনুযায়ী শুক্রবার রাতে বিডন স্ট্রিট এবং যতীন্দ্র মোহন অ্যাভিনিউয়ের ক্রসিংয়ে হানা দেন আধিকারিকরা৷ ওই এলাকায় গিয়ে তিনজনকে জাল নোট পাচার করতে দেখে এসটিএফ৷ ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয় তাদের৷ ধৃতদের মধ্যে একজন এ রাজ্যের বাসিন্দা৷ পরান মণ্ডল নামে বছর কুড়ির ওই যুবক মালদহের বৈষ্ণবনগরে থাকে৷ অপর দুই অভিযুক্ত মহেন্দ্র প্রসাদ এবং পাপ্পু প্রসাদ৷ পঁয়ত্রিশ বছর বয়সি মহেন্দ্র প্রসাদ বিহারের নালন্দার বাসিন্দা৷ পাপ্পু প্রসাদ লাট্টিপুরায় থাকে৷ ধৃতদের কাছ থেকে চার লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে৷ বাজেয়াপ্ত হওয়া প্রত্যেকটি নোট দু’হাজার টাকার৷ ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০বি, ৪৮৯বি, ৪৮৯সি ধারায় মামলা রুজু করা হয়েছে৷

Advertisement

[ফাঁস রুখতে নয়া পদক্ষেপ, পুলিশের সামনেই খোলা হবে উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র]

অন্যদিকে, গাঁজা পাচারের অভিযোগেও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের এসটিএফ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কলকাতা স্টেশনের কাছে হানা দেন আধিকারিকরা৷ রাস্তার ধারে একটি লরি দাঁড়িয়ে থাকতে দেখেন তাঁরা৷ ওই লরির ভিতরেই ছিল চালক লখবিন্দর সিং৷ লরিতে কী আছে, জানতে চান আধিকারিকরা৷ তদন্তকারীদের প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি ওই লরিচালক৷ তাতেই সন্দেহ হয়৷ লরিতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়৷ বাজেয়াপ্ত হওয়া ওই গাঁজার বাজারদর আনুমানিক ১০ লক্ষ টাকা৷ বছর সাতচল্লিশের লরিচালক লখবিন্দর সিংকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃত দুর্গাপুরের সাতপুরার বাসিন্দা৷ লরিতে করে কোথায় বিপুল পরিমাণ গাঁজা পাচার করছিল সে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement