Advertisement
Advertisement

Breaking News

টালা ব্রিজে আটক ১০০০ কেজি বিস্ফোরক বোঝাই গাড়ি, গ্রেপ্তার দুই

ওড়িশা থেকে ডানলপ, বারাকপুর হয়ে উত্তর ২৪ পরগনার আরও ভিতরের দিকে যাচ্ছিল গাড়িটি৷

 STF arrest two persons allegedly delivering explosive
Published by: Tanujit Das
  • Posted:March 9, 2019 11:31 am
  • Updated:March 9, 2019 12:03 pm  

অর্ণব আইচ: খাস কলকাতার বুকে বিস্ফোরক বোঝাই একটি ম্যাটাডোর আটক করল কলকাতা পুলিশের এসটিএফ৷ শুক্রবার রাতে উত্তর কলকাতার টালা ব্রিজের উপর বিস্ফোরক ভরতি গাড়িটিকে আটক করেন এসটিএফের আধিকারিকরা৷ ইতিমধ্যেই গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের নাম ইন্দ্রজিৎ ভুই ও পদ্মলোচন দে৷ লালবাজার সূত্রে খবর, ধৃতদের আজই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে৷ জেরার জন্য ধৃতদের হেফাজতে চাইবেন গোয়েন্দারা৷

[চাকরিপ্রার্থীদের অনশনের মধ্যেই বিজ্ঞপ্তি, মার্চেই হবে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং ]

Advertisement

জানা গিয়েছে, বিশেষ সূত্র মারফৎ আগেই এই বিস্ফোরক ভরতি গাড়িটির খোঁজ পান এসটিএফের গোয়েন্দারা৷ তাঁরা জানতে পারেন, ওড়িশা থেকে একটি বিস্ফোরক ভরতি গাড়ি কলকাতায় প্রবেশ করেছে৷ এবং উত্তর কলকাতা দিয়ে সেটি ডানলপের দিকে যাবে৷ গাড়িটিকে পাকড়াও করতে এরপরই ফাঁদ পাতেন গোয়েন্দারা৷ এবং শুক্রবার রাতে টালা ব্রিজের উপর ম্যাটাডোরটিকে আটক করেন তাঁরা৷ গাড়িটিতে তল্লাশি চালাতেই প্রকাশ্যে আসে বিপুল পরিমাণ বিস্ফোরক৷ ২৭টি বস্তায় প্রায় হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করেন এসটিএফের আধিকারিকরা৷ ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে গাড়ির খালাসি ও চালককে৷ ধৃতরা দু’জনেই ওড়িশার বাসিন্দা বলে খবর৷

[বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বাড়িতে মুকুল রায়, তুঙ্গে রাজনৈতিক জল্পনা]

এসটিএফ সূত্রে খবর, গাড়িটি ওড়িশা থেকে ডানলপ, বারাকপুর হয়ে উত্তর ২৪ পরগনার আরও ভিতরের দিকে যাচ্ছিল৷ এবং যে বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, তা বারুদ তৈরির কাজে লাগে৷ তবে কী উদ্দেশ্যে এত বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে গাড়িটি এ রাজ্যে প্রবেশ করেছে, সেই প্রশ্নেরই উত্তর পেতে চাইছেন গোয়েন্দারা৷ গাড়ির চালক ও খালাসিকে জেরা করে এই সমস্ত প্রশ্নেরই উত্তর পেতে চাইছেন তাঁরা৷ জানা গিয়েছে, শনিবারই ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে তুলবেন তদন্তকারীরা৷ সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক-সহ গাড়ি ধরা পড়ার বিষয়টিকে হামলা ভাবে নিচ্ছে না গোয়েন্দারা৷ এই ঘটনা প্রশাসনের চিন্তা কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেই মত ওয়াকিবহাল মহলের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement