নব্যেন্দু হাজরা: পরিষেবা থেকে যাত্রী সুরক্ষা-সহ একাধিক ইস্যুতেই ভারতীয় রেলের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল৷ কিন্তু সেই ক্ষোভ প্রশমন করতেই উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল৷ রেল এবং মেট্রো স্টেশনগুলির নিরাপত্তায় বিশেষ নজর দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷ মেট্রোর টানেলেও সিসিটিভি লাগানোর ভাবনাচিন্তা চলছে৷ শিয়ালদহ, হাওড়া এবং সাঁতরাগাছি স্টেশনের অতিরিক্ত এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট বন্ধের কথা ভাবছে ভারতীয় রেল৷
খুব কম সময়ে গন্তব্যে পৌঁছনোর জন্য তিলোত্তমার একমাত্র ভরসা মেট্রো৷ শহরের প্রাণকেন্দ্রের সঙ্গে বিভিন্ন জায়গার যোগাযোগের লাইফলাইন এটি৷ কিন্তু ইদানীং সবচেয়ে বেশি অভিযোগের আঙুল উঠছে মেট্রোর দিকে৷ হয় অগ্নিকাণ্ড নয় তো লাইনে ফাটল আবার সঙ্গে রয়েছে কারও কারও আত্মহত্যার চেষ্টা৷ যার নিট রেজাল্ট ব্যস্ত সময়ে দীর্ঘক্ষণ বন্ধ পরিষেবা৷ আর তার জেরে যাত্রীদের ভোগান্তি৷ একের পর এক অপ্রীতিকর ঘটনা থেকেই শিক্ষা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ পরিষেবা উন্নতির পাশাপাশি যাত্রীদের সুরক্ষায় বিশেষ ভাবনাচিন্তা শুরু হয়েছে৷ চলন্ত মেট্রোতে অগ্নিকাণ্ড বা যেকোনও দুর্ঘটনার খবর যাতে তড়িঘড়ি কর্তৃপক্ষের কাছে পৌঁছয় তাই টানেলে লাগানো হচ্ছে সিসিটিভি৷ এছাড়াও বিভিন্ন মেট্রো স্টেশনেই একাধিক ব্যাগেজ স্ক্যানার বিকল হয়ে পড়ে রয়েছে৷ কোন কোন স্টেশনে কটি ব্যাগেজ স্ক্যানার খারাপ হয়ে রয়েছে, শুরু হয়েছে সেই তালিকা তৈরির কাজ৷ যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ওই স্টেশনগুলিতে ঠিকঠাক ব্যাগেজ স্ক্যানার লাগানোর পরিকল্পনা মেট্রো রেল কর্তৃপক্ষের৷
মেট্রোর পাশাপাশি রেল স্টেশনগুলিরও নিরাপত্তা জোরদার করা হচ্ছে৷ হাওড়া, শিয়ালদহ-সহ দেশের ২০২টি স্টেশনের প্রবেশ এবং বেরনোর অপ্রয়োজনীয় রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কোন দরজা দিয়ে কতজন যাত্রী যাতায়াত করেন, সেই সংখ্যা খতিয়ে দেখেই এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট বন্ধ করা হবে৷ এছাড়াও শিয়ালদহ, হাওড়া এবং সাঁতরাগাছি স্টেশনে বসানো হবে উন্নতমানের সিসিটিভি। মহিলা যাত্রীদের সুরক্ষাতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ এবার থেকে আর জিআরপি নয়৷ স্টেশনে চুরি কিংবা মহিলাদের শ্লীলতাহানির মতো ঘটনায় ব্যবস্থা নিতে পারবে আরপিএফ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.