Advertisement
Advertisement

দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও স্কাইওয়াক, ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ।

State Govt. to build Skywalk at Kalighat
Published by: Tanujit Das
  • Posted:October 27, 2018 8:58 am
  • Updated:October 27, 2018 10:07 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণেশ্বরের মতোই এবার কালীঘাট মন্দিরেও তৈরি হবে স্কাইওয়াক। শুক্রবার এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ব্যাপারে প্রাথমিক ভাবনাচিন্তাও শুরু হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। দক্ষিণেশ্বরের আদলে কালীঘাট মন্দিরেও স্কাইওয়াক তৈরি করা গেলে সাধারণ মানুষের ভাল হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

[কালীপুজোর পর ৫০০ চাকরিপ্রার্থীকে নতুন করে নিয়োগপত্র দেবে কমিশন]

Advertisement

জানা গিয়েছে, স্কাইওয়াক তৈরির ব্যাপারে ইতিমধ্যেই প্রস্তাব এসেছে সরকারের কাছে। মুখ্যসচিব মলয় দে-কে বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন দেখার কত তাড়াতাড়ি এই স্কাইওয়াক তৈরি হয়। শুক্রবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, “কালীঘাটে মন্দিরের সামনেও স্কাইওয়াকের প্রস্তাব রয়েছে। মুখ্যসচিবকে বলেছি, বিষয়টা দেখতে। আমরা চেষ্টা করছি। ওটা হলেও খুব সুন্দর জিনিস হবে।” জল, সেতু, রাস্তা-সহ পরিকাঠামোয় ১৮ হাজার কোটি টাকা খরচ করছে রাজ্য। মুখ্যমন্ত্রী জানান, এবারের বাজেটে পরিকাঠামোয় আরও ২৫ হাজার কোটি টাকা ধরা হয়েছে। দেশের আর কোনও রাজ্য পরিকাঠামোয় এত খরচ করতে পারেনি।

[সন্তোষপুর ত্রিকোণ পার্কের পুজো মণ্ডপে অগ্নিকাণ্ড, ছড়াল আতঙ্ক]

শুক্রবার আলিপুরে ‘সৌজন্য’ নামে সরকারি অতিথিশালার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় দেড় লক্ষ বর্গফুটের“সৌজন্য’ নির্মিত হয়েছে মাত্র দেড় বছরে। এখানে তিনটি প্রেসিডেন্সিয়াল সুইট, নটি এক্সক্লুসিভ সুইট ছাড়াও রয়েছে বড় কনফারেন্স হল, ব্যাঙ্কোয়েট হল, মিডিয়া সেন্টার। ঠিক পাশেই সাপোর্ট স্টাফের জায়গা, অফিসের জন্য রয়েছে আলাদা ভবন। মুখ্যমন্ত্রী বলেন, “হায়দরাবাদ হাউসে শুধু চুক্তি স্বাক্ষর হয়। কিন্তু এখানে রাষ্ট্রপ্রধান বা কোনও দেশের গুরুত্বপূর্ণ অতিথি থাকতেও পারবেন। ইন্ডাস্ট্রি মিট, ডিপ্লোম্যাটিক বৈঠক বা উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের জন্য এটি তৈরি করা হয়েছে। আন্তর্জাতিক কোনও বাণিজ্যিক প্রতিনিধিদল এলেও এখানে বৈঠক করতে পারবে।” এই ভবনটির স্থান নির্বাচন থেকে নামকরণ সবই মুখ্যমন্ত্রীর করা। আগামী ৫ নভেম্বর, কালীপুজোর আগের দিন দক্ষিণেশ্বর স্কাইওয়াকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement